Israel-Hamas Conflict

মধ্যরাতে হামলা, ৯৪ হত গাজ়ায়

গাজ়ার স্বাস্থ্যমন্ত্রক এবং হাসপাতাল সূত্রের দাবি, রাতে ঘুমনোর সময়ে দক্ষিণ গাজ়ায় একটি তাঁবুতে হামলা চালায় ইজ়রায়েল। নিহতদের মধ্যে ১২ বছরেরও কম বয়সি কমপক্ষে ছ’টি শিশু রয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ০৮:৫৪
Share:

ইজ়রায়েলি হামলায় মধ্যরাতে নিহত হলেন ৯৪ জন প্যালেস্টাইনি। —প্রতীকী চিত্র।

ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাগুলিতে বুধবার মধ্যরাতে নিহত হলেন ৯৪ জন প্যালেস্টাইনি। গাজ়ার স্বাস্থ্যমন্ত্রক এবং হাসপাতাল সূত্রের দাবি, রাতে ঘুমনোর সময়ে দক্ষিণ গাজ়ায় একটি তাঁবুতে হামলা চালায় ইজ়রায়েল। নিহতদের মধ্যে ১২ বছরেরও কম বয়সি কমপক্ষে ছ’টি শিশু রয়েছে। এক পরিবারের ১৩ জন সদস্য নিহত হয়েছেন। যদিও ইজ়রায়েলি বাহিনী এই হামলা নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও বিবৃতি দেয়নি।

ও দিকে সূত্রের খবর, আমেরিকা সমর্থিত ইজ়রায়েলি ত্রাণ শিবির ‘গাজ়া হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ বা জিএইচএফ-এ ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ৫ প্যালেস্টাইনিকে হত্যা করা হয়েছে। এক দিন আগেই জিএইচএফ-এ ত্রাণের আশায় দাঁড়িয়ে থাকা ৩৩ জনকে গুলি করে মেরেছিল ইজ়রায়েলি বাহিনী। ফের একই কাজ করল তারা। আজ রাষ্ট্রপুঞ্জের একটি ট্রাক থেকে ত্রাণ সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো ৪০ জনকেও হত্যা করেছে ইজ়রায়েলি বাহিনী।

গাজ়া সিটিতেও একটি বিচ্ছিন্ন হামলার ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, স্কুলে আশ্রয় নেওয়া প্যালেস্টাইনিরা যখন ঘুমোচ্ছিলেন, সেই সময়ে ইজ়রায়েলি বাহিনী সেখানে ক্ষেপণাস্ত্রহামলা চালায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন