International

জুকারবার্গ-সহ ২০ লক্ষ ইউজারকে ‘মেরেই ফেলল’ ফেসবুক!

রবীন্দ্রনাথের কাদম্বরীকে মরে প্রমাণ করতে হয়েছিল যে সে মরেনি। ততটা খারাপ অবস্থা না হলেও এক সঙ্গে প্রায় ২০ লক্ষ ‘ইউজার’কে মৃত ঘোষণা করেই দিয়েছিল ফেসবুক। যার মধ্যে ছিলেন খোদ মার্ক জুকারবার্গও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ১৬:৫৯
Share:

প্রতীকী চিত্র।

রবীন্দ্রনাথের কাদম্বরীকে মরে প্রমাণ করতে হয়েছিল যে সে মরেনি। ততটা খারাপ অবস্থা না হলেও এক সঙ্গে প্রায় ২০ লক্ষ ‘ইউজার’কে মৃত ঘোষণা করেই দিয়েছিল ফেসবুক। যার মধ্যে ছিলেন খোদ মার্ক জুকারবার্গও।

Advertisement

কোনও ইউজার মারা গেলে ফেসবুককে জানানোর একটি ব্যবস্থা রয়েছে। একটি ফর্ম পূরণ করে ফেসবুককে জানালে সেই অ্যাকাউন্ট ‘মেমরিয়ালাইজড অ্যাকাউন্ট’ করে দেয় তারা। শুক্রবার রাত থেকে হঠাত্ করেই বেশ কিছু ইউজার লক্ষ করেন, তাঁদের অ্যাকাউন্ট ‘মেমরিয়ালাইজড অ্যাকাউন্ট’ হয়ে গিয়েছে। বিস্মিত হয়ে তাঁরা টুইট করে ফেসবুককে জানাতে থাকেন, ‘আমরা মরি নাই’। সংখ্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে। কিছু ক্ষণ পরেই বিষয়টি নজরে আসে ফেসবুক কর্তৃপক্ষের। তাঁদের তরফে জানানো হয়েছে, কোনও ভাবে ভাইরাস আক্রমণ হয়েছিল ওই অ্যাকাউন্টগুলিতে। ফলে নিজে থেকেই ফর্ম পূরণ হয়ে ইউজার ‘মৃত’ হয়ে যাচ্ছিল। কিছু ক্ষণের মধ্যেই সেই সমস্যা কাটিয়ে ওঠে ফেসবুক। ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ফেসবুক।

আরও পড়ুন:
ভুবন জুড়ে নারী রূপের বৈচিত্র খুঁজে চলে তাঁর ক্যামেরা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement