Mathematics

অ্যালেক্সার সাহায্যে হোমওয়ার্ক! এই শিশুর চালাকি চমকে দেবে

পোস্ট হওয়া তেমনই এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাড়িতে অঙ্ক করতে করতে একটি বাচ্চা আমাজনের ‘অ্যালেক্সা’কে জিজ্ঞেস করছে ৫ এর থেকে ৩ বাদ দিলে কত হয়? ‘আলেক্সা’ সঙ্গে সঙ্গে সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছে তাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৬
Share:

অঙ্ক কষতে কষতে ছোটবেলায় বাড়িতে বা স্কুলে কতবার আটকে গিয়েছেন? কতবার মনে হয়েছে যে, কেউ যদি দৈববাণীর মতো বলে দিত উত্তরটা, তা হলে কী সুবিধাই না হত! আগেকার যুগে সে উপায় না থাকলেও, এখনকার ছোটরা প্রযুক্তির কল্যাণে সেই সুবিধাটুকু নিতে কোনও ফাঁক রাখছে না। হোমওয়ার্ক করতে করতেই কোনও প্রশ্ন করলে দৈববানির মতো আসছে উত্তর! সম্প্রতি এরকম একটি ভিডিয়োই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া তেমনই এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাড়িতে অঙ্ক করতে করতে একটি বাচ্চা আমাজনেরঅ্যালেক্সা’কে জিজ্ঞেস করছে ৫ এর থেকে ৩ বাদ দিলে কত হয়? ‘আলেক্সা’ সঙ্গে সঙ্গে সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছে তাকে।

তবে বেশিক্ষণ লুকিয়ে থাকেনি বাচ্চাটির চালাকি। মা’য়ের হাতে ধরা পড়ে বকুনিও খেতে হচ্ছে তাকে, এমনটাই দেখা যাচ্ছে ভিডিয়োতে।

Advertisement

আরও পড়ুন: বিমানসেবিকা মেয়ের সঙ্গে দেখা করতে কী করলেন বাবা?

যদিও সে অঙ্কে ভয় পায় না বলেই জানিয়েছেন বাচ্চাটির মা। বরং বাচ্চাটি যে এই বয়সেই অ্যালেক্সার মতো প্রযুক্তিও ব্যবহার করতে শিখে গিয়েছে, তাতেই আশ্চর্য হয়েছেন তিনি। হোমওয়ার্ক করতে করতে শুধুই একটি ‘শর্টকাট’ করবার জন্যই যে সে ‘অ্যালেক্সা’কে এই কথা জিজ্ঞেস করেছিল, এমনটাই ধারণা তার মায়ের।

আরও পড়ুন: মেয়ের উপহার একটি সাধারণ টেডি বিয়ার, তাতেই কান্নায় ভেঙে পড়লেন বাবা! কেন জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement