Israel-Hamas

গাজ়া: নিহত হামাস নেতা

ইজ়রায়েলের দাবি, গুরুত্বপূর্ণ যে সব হামাস নেতা এখনও গাজ়া থেকে সক্রিয়, তাঁদের অন্যতম সাদ। সম্প্রতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে তিনি ইজ়রায়েলি সেনার উপরে হামলার চেষ্টা চালাচ্ছিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৭:০৯
Share:

—প্রতীকী চিত্র।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইজ়রায়েল আক্রমণের অন্যতম চক্রী রায়েদ সাদের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে গত কাল, বলেছে ইজ়রায়েলি সেনা। সাদ হামাসের সর্বোচ্চ সামরিক নেতা ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের সহকারী ও হামাসের অস্ত্র উৎপাদনের সদর দফতরের মাথা ছিলেন। ভিডিয়ো প্রকাশ করে বলা হয়েছে, গাড়ি চড়ে যাওয়ার পথে সাদ-সহ চার জন নিহত হয়েছেন ক্ষেপণাস্ত্র হামলায়।

ইজ়রায়েলের দাবি, গুরুত্বপূর্ণ যে সব হামাস নেতা এখনও গাজ়া থেকে সক্রিয়, তাঁদের অন্যতম সাদ। সম্প্রতি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে তিনি ইজ়রায়েলি সেনার উপরে হামলার চেষ্টা চালাচ্ছিলেন। টাইমস অব ইজ়রায়েলের খবরে দাবি করা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আগে থেকে আমেরিকাকে কিছু বলা হয়নি। গাজায় বিস্ফোরণে দু’জন ইজ়রায়েলি সেনা জখম হওয়ার পরে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই অভিযানের অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়েছে তাঁর কার্যালয় থেকে।

অন্য দিকে, ২০২৩-এর অক্টোবরে হামাসের ওই হামলায় প্রাণে বেঁচে যাওয়া এক ইহুদি ব্যক্তি এ বার জখম হলেন অস্ট্রেলিয়ার সিডনিতে। তিনি ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে প্রচার করতে সপ্তাহ দুয়েক আগে গিয়েছিলেন সেই দেশে। বনডাই সৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলাকালীন ওই হামলায় তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন