International news

গভীর খাত! মৃত্যু মুখ থেকে উদ্ধার হলেন তিনি, দেখুন ভিডিও

মৃত্যুর মুখ থেকে হেলিকপ্টারের মাধ্যমে অসম্ভব পারদর্শিতায় উদ্ধার করে নিয়ে এল এক ব্যক্তিকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার ইমারেল্ড পুলস‌্ ট্রেল-এ

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ১৭:৩৮
Share:

বোল্ডারের উপরে বসে রয়েছেন কালানি। ছবি ইউটিউব থেকে।

দু’পাশে খাড়া পাহাড়। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা নদী। নদী পথে এলোপাথারি পড়ে রয়েছে বিশালাকার সব গ্রানাইট বোল্ডার। কিছু দূর গিয়ে নদীটি জলপ্রপাত হয়ে পড়ছে ৫০ ফুট গভীরে। পথটা এতটাই দুর্গম যে পা ফস্কে গেলে আর বাঁচার কোনও উপায় নেই। কিন্তু সেই অসম্ভবটাই সম্ভব করল ক্যালিফোর্নিয়ার একটি উদ্ধারকারী দল। মৃত্যুর মুখ থেকে হেলিকপ্টারের মাধ্যমে অসম্ভব পারদর্শিতায় উদ্ধার করে নিয়ে এল এক ব্যক্তিকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার ইমারেল্ড পুলস‌্ ট্রেল-এ।

Advertisement

এই পাহাড়ি নদীতে স্নানের সময় কালানি টুইওনো নামে এক ব্যক্তির পা পিছলে য়ায়। নদীপথ অত্যন্ত পিছল ছিল। তার উপর স্রোতের জন্য কালানি অনেক চেষ্টাতেও নিজেকে থামাতে পারেননি। স্রোতের অনুকুলে ভাসতে ভাসতে তিনি পৌঁছে যান জলপ্রপাতের একেবারে কাছে। হাতড়াতে হাতড়াতে কোনওভাবে একটি বোল্ডারকে আঁকড়ে ধরেন। তখন গভীর খাতের থেকে মাত্র কয়েক হাত দূরে কালানি।

আরও পড়ুন: শতাব্দীর সেরা বিয়ে? প্রশ্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

Advertisement

ঠিক সে সময়ই হেলিকপ্টারে উড়ে আসে ক্যালিফোর্নিয়ার হাইওয়ে পেট্রল-ভ্যালি ডিভিশনের একটি উদ্ধারকারী দল। ৩০ মিনিট ধরে তন্ন তন্ন করে খোঁজার পর তাঁর সন্ধান মেলে। হেলিকপ্টার থেকে দড়ি ঝুলিয়ে নীচে নেমে তাঁকে উদ্ধার করে নেন এক উদ্ধারকারী। পরে তাঁকে উদ্ধারের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন ভ্যালি ডিভিশনের উদ্ধারকারীরা।

সেই ভিডিও পোস্টে ব্যাখ্যা দিয়ে উদ্ধারকারীরা লেখেন, স্থানীয় মানুষের থেকেই প্রথম কালানির ভেসে যাওয়ার খবর পাওয়া যায়। কালানি ভাল আছেন। তিনি অল্পবিস্তর চোট পেয়েছেন।

দেখুন ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন