Social Media

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ‘নেপালি সব্জিওয়ালি’!

সোশ্যাল মিডিয়ার নতুন ‘সেনসেশন’ এখন এক সুন্দরী, ‘নেপালি সব্জিওয়ালি’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৬ ১১:৪৯
Share:

সোশ্যাল মিডিয়ার নতুন ‘সেনসেশন’ এখন এক সুন্দরী, ‘নেপালি সব্জিওয়ালি’।

Advertisement

পাকিস্তানের এক সুদর্শন চা-ওয়ালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। যুবকের নাম আরশাদ খান। আরশাদ খানের ‘চা বিক্রেতা’র জীবন এখন অতীত। সোশ্যাল মিডিয়ার দৌলতে বর্তমানে আমূল পরিবর্তন হয়েছে তাঁর জীবনে। সেই চা বিক্রেতা আরশাদ খানকে একটি পাকিস্তানি সংস্থা তাদের মডেল করেছে। রাতারাতি তিনি এখন পাকিস্তানের তারকা মডেল। পাকিস্তান ছাড়াও বহু দেশের অসংখ্য যুবতীদের ‘হার্ঠথ্রব’ এই আরশাদ। আরশাদ খান ছাড়াও সিঙ্গাপুর বিমানবন্দরের এক নিরাপত্তারক্ষীর ছবিও সাম্প্রতিক কালে ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। হাজার হাজার যুবতী সোশ্যাল মিডিয়ায় প্রেম নিবেদন করেন লি মিনউই নামের ২২ বছরের এই যুবককে।

পাকিস্তানের ‘চা-ওয়ালা’, সিঙ্গাপুর বিমানবন্দরের ওই নিরাপত্তারক্ষীর পর এ বার এক ‘নেপালি সব্জিওয়ালি’ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মেয়েটির মুখের সৌন্দর্য এবং হাসি মন কেড়েছে অসংখ্য তরুণের। আরশাদ খানের মতো সোশ্যাল মিডিয়ার ঝড় কী পারবে এই মেয়েটির জীবন পাল্টে দিতে?

Advertisement

আরও পড়ুন, সেসিলের ভাইয়েরও মৃতদেহ মিলল, ফের বিতর্ক জিম্বাবোয়ের জঙ্গলে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement