Lottery

মৃত স্বামীর রেখে যাওয়া নম্বরে সাড়ে ৫ কোটি টাকার লটারি জিতলেন মহিলা

আসলে ওই টাকার পরিমাণটা এতটাই বেশি ছিল যে, স্থানীয় লটারির দোকান থেকে তা মহিলাকে দেওয়া সম্ভব ছিল না।

Advertisement

সংবাদ সংস্থা

সিডনি শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২০ ১৫:৪৭
Share:

শাটারস্টক থেকে নেওওয়া প্রতীকী চিত্র।

স্বামী মারা গিয়েছেন প্রায় ২০ বছর আগে। কিন্তু তাঁর রেখে যাওয়া একটা লটারি নম্বর এত দিন পর কয়েক কোটি টাকা পাইয়ে দিল স্ত্রীকে। প্রয়াত স্বামীর রেখে যাওয়া নম্বর মিলিয়ে প্রায় সাড়ে ৫ কোটি টাকার লটারি জিতলেন অস্ট্রেলিয়ার এক মহিলা।

Advertisement

দক্ষিণ অস্ট্রেলিয়ার বাসিন্দা ওই মহিলা জানিয়েছেন, তিনি ৩০ নভেম্বরের একটি সাপ্তাহিক লটারির টিকিট কেটেছিলেন। তিনি যখন লটারির দোকানে রেজাল্ট দেখতে যান তখন সেখানে তাঁকে বলা হয়, লটারিতে জেতা পুরস্কারের টাকা তাঁকে দেওয়া সম্ভব নয়। ওই মহিলা বুঝতেই পারেননি, কেন তাঁকে টাকা দেওয়া হবে না। পরে তিনি সামনের অন্য এক দোকান থেকে খবরের কাগজ কেনেন। সেখানে তিনি দেখেন, কয়েক কোটি টাকা জিতে গিয়েছে তাঁর কাটা লটারির নম্বর।

আসলে ওই টাকার পরিমাণটা এতটাই বেশি ছিল যে, স্থানীয় লটারির দোকান থেকে তা মহিলাকে দেওয়া সম্ভব ছিল না। তাঁর কাটা টিকিটে তিনি জিতে গিয়েছিলেন ৭ লাখ ৩৭ হাজার ৩০ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৪৩ লাখ ২৪ হাজার টাকা)। ফলে এই বিশাল অঙ্কের টাকা ওই মহিলাকে ছোট দোকানটি থেকে দেওয়া সম্ভব ছিল না।

Advertisement

যে নম্বরে ওই মহিলা লটারি জিতেছেন সেটি তাঁর নিজের বেছে নেওয়া নয়। এটি তাঁর স্বামী নিজেই তৈরি করেছিলেন। প্রায় ২০ বছর ধরে ওই মহিলা সেই নম্বরেই নিয়মিত টিকিট কেটে চলেছেন। তাঁর বিশ্বাস ছিল,এক দিন না এক দিন এই নম্বরে বড় অঙ্কের টাকা জিতবেন। হলও তাই।

মহিলা জানিয়েছেন, এই টাকায় তিনি বাড়ির চার দিকের বেড়াটি ভাল করে তৈরি করবেন। আর অবশিষ্ট টাকার বেশির ভাগটাই দুই ছেলে ও তাদের পরিবারের মধ্যে ভাগ করে দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন