বাগদাদি বেঁচে, দাবি মার্কিন কর্তার

কুর্দ বাহিনীর ওই নেতার এই দাবির পরেই সামনে এল পেন্টাগন প্রধানের এই দাবি। তাঁর বক্তব্য, ‘‘আমি মনে করছি, বাগদাদি এখনও বেঁচে আছেন। যদি আমরা তাঁকে মেরে ফেলতে পারি, তবেই বিশ্বাস করব যে, তিনি জীবিত নন।’’

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ০৩:৫৩
Share:

আবুবকর আল বাগদাদি

তিনি জীবিত না মৃত— ধোঁয়াশা বহাল।

Advertisement

এরই মধ্যে আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে নিয়ে মুখ খুললেন মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস। তাঁর দাবি, বেঁচে রয়েছেন বাগদাদি।

গত সপ্তাহেই একটি মানবাধিকার সংগঠন দাবি করেছিল, সিরিয়াতেই মৃত্যু হয়েছে বাগদাদির। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে দিন কয়েক আগেই ইরাকের কুর্দ বাহিনীর এক নেতা জানিয়েছিলেন, বাগদাদি জীবিতই। রাকা শহরের দক্ষিণেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি।

Advertisement

কুর্দ বাহিনীর ওই নেতার এই দাবির পরেই সামনে এল পেন্টাগন প্রধানের এই দাবি। তাঁর বক্তব্য, ‘‘আমি মনে করছি, বাগদাদি এখনও বেঁচে আছেন। যদি আমরা তাঁকে মেরে ফেলতে পারি, তবেই বিশ্বাস করব যে, তিনি জীবিত নন।’’

২০১৪ সালে শেষ বারের মতো দেখা গিয়েছিল বাগদাদিকে। তার পর থেকে বহু বার রিপোর্টে উঠে এসেছে যে, সিরিয়া বা ইরাকে নিহত হয়েছেন আইএস প্রধান। গত কয়েক মাসেও দুঁদে এই আইএস নেতার মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। বারবার গুজব রটেছে, মৃত্যু হয়েছে বাগদাদির।

এমনকী পেন্টাগনের তরফেও জানানো হয়েছিল, আইএসের প্রাত্যহিক কার্যকলাপের সঙ্গে যুক্ত নন বাগদাদি। কিন্তু জেমস ম্যাটিস জানিয়েছেন, বাগদাদি এখনও সক্রিয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন