Panjshir Valley

Panjshir: পঞ্জশিরের আকাশে হঠাৎ যুদ্ধবিমান, তালিবান ঘাঁটি লক্ষ্য করে বোমা, ফের অশান্তির আশঙ্কা

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এই হামলার খবর প্রকাশিত হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও অবধি জানা যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ ০৯:০৩
Share:

প্রতীকী ছবি।

পঞ্জশির দখলে এসেছে বলে দাবি করেছিল তালিবান। এক দিন পরেই পঞ্জশির উপত্যকায় তালিবানের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল সামরিক বিমান। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এই হামলার খবর প্রকাশিত হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও অবধি জানা যায়নি।

আফগানিস্তানের অধিকাংশ প্রদেশের দখল নেওয়ার পরও পঞ্জশিরে ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট (উত্তরের জোট)-এর কড়া প্রতিরোধের সামনে পড়ে তালিব যোদ্ধারা। বেশ কিছুদিন লড়াইয়ের পর সোমবার পঞ্জশির প্রদেশ দখলের দাবি করে তালিবান। সোমবার খবর আসে উত্তরের জোটের মুখপাত্র ফাহিম দাশতি-সহ একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। পঞ্জশিরে মাসুদের বাড়ি দখলের ছবি-ভিডিয়ো প্রকাশ করে তালিবান। সেখানকার গভর্নর অফিসেও পতাকা তুলতে দেখা গিয়েছিল তালিবদের। পঞ্জশির দখলে পাক বাহিনী তালিবানকে সাহায্য করেছে বলেও অভিযোগ ওঠে।

Advertisement

কিন্তু পঞ্জশিরের বিস্তীর্ণ এলাকা তালিবানের দখলে এলেও লড়াই এখনও শেষ হয়নি বলেই সোমবার হুঙ্কার দিয়েছিলেন উত্তরের জোটের অন্যতম প্রধান মুখ আহমেদ মাসুদ। তালিবানের পঞ্জশির দখলের পর এক ভিডিয়ো বার্তায় মাসুদ বলেন, ‘‘আমরা এখনও পঞ্জশিরে তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। শেষ রক্তবিন্দু পর্যন্ত চালিয়ে যাব।’’ পঞ্জশিরের পাক সেনা লড়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

সোমবার রটেছিল আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্ দেশ ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। সেই দাবি এক ভিডিয়ো বার্তায় খারিজ করে দিয়েছেন সালেহ্‌। পঞ্জশিরেই তিনি আছেন বলে দাবি করেছেন। এর পরই তালিবানের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘটনা প্রকাশ্যে এল। পঞ্জশিরের একাংশ তালিবানের হাতে গেলেও উত্তরের জোটের লড়াই যে শেষ হয়নি, তার ইঙ্গিত দিচ্ছে এই বিমানহানা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement