‘ট্রাম্প-কেয়ারে’ হোঁচট, ডোনাল্ড দুষলেন ডেমোক্র্যাটদেরই

বিল আটকে গেলে তা নিয়ে মাথা ঘামাবেন না বলেছিলেন। কিন্তু পারলেন কই! ‘ট্রাম্প কেয়ার’-এ ধাক্কা খেয়ে ডেমোক্র্যাটদেরই দুষলেন মার্কিন প্রেসি়ডেন্ট। তাঁর কথায়, ‘‘ওদের থেকে একটাও ভোট পেলাম না! লজ্জার ব্যাপার।’’

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০২:৪৪
Share:

বিল আটকে গেলে তা নিয়ে মাথা ঘামাবেন না বলেছিলেন। কিন্তু পারলেন কই! ‘ট্রাম্প কেয়ার’-এ ধাক্কা খেয়ে ডেমোক্র্যাটদেরই দুষলেন মার্কিন প্রেসি়ডেন্ট। তাঁর কথায়, ‘‘ওদের থেকে একটাও ভোট পেলাম না! লজ্জার ব্যাপার।’’

Advertisement

প্রয়োজনীয় সমর্থনের অভাবে গত কালই ভেস্তে গিয়েছে তাঁর স্বপ্নের স্বাস্থ্য পরিষেবা বিল। কংগ্রেসে ভোটাভুটির আগে ট্রাম্প নিজেই তা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন।

কিন্তু কেন এমন হলো? ট্রাম্পের দাবি, ডেমোক্র্যাটরাই ডুবিয়েছে তাঁকে। ন্যান্সি পেলোসি এবং চাক শুমারের মতো বিরোধী এমপি-দের নিশানায় রেখে তিনি বলেন, ‘‘ওবামা কেয়ার টিকিয়ে রাখার পিছনে নিশ্চিত ভাবেই একাংশের স্বার্থ জড়িয়ে রয়েছে।’’ আর ঠিক সেই কারণেই ডেমোক্র্যাট এমপি-রা তাঁর বিকল্প প্রস্তাব ঠেকাতে উঠে-পড়ে লেগেছিলেন বলেন মন্তব্য করেন প্রেসিডেন্ট।

Advertisement

কূটনীতিকরা কিন্তু বলছেন, ট্রাম্পের এই বিকল্প প্রস্তাবে বেঁকে বসেছেন রিপাবলিকানদেরই কয়েক জন। প্রস্তাবিত বিলটি নিয়ে কাল ভোটাভুটির কথা ছিল কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। যার ৪৩৫ জন সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরাই— ২৩৭। আর বিল পাশে দরকার ছিল ২১৫টি ভোট। সূত্রের খবর, খসড়া প্রস্তাবে সাড়া মেলেনি অন্তত ২৮ জন উদারপন্থী রিপাবলিকানের। ভরাডুবির সেটাও একটা কারণ। বিকল্প বিল পাশ না হলে ‘ওবামা কেয়ারের’ কর ব্যবস্থা ঢেলে সাজার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের দাবি, আপাতত তা নিয়েই ভাবছেন ট্রাম্প।

আরও পড়ুন: লন্ডনের খুনি একা ছিল না, দাবি পুলিশের

তবে অনেকের মতে নতুন প্রেসিডেন্টের কাছে এটাই সব চেয়ে বড় ধাক্কা। কারণ, এত দিন তিনি যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছিলেন প্রশাসনিক নির্দেশে সই করে। যেমন, সিরিয়া-ইরাকের মতো মুসলিম দেশ থেকে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা। কোর্টের রায়ে আপাতত যা আটকে গিয়েছে। কিন্তু এ বারই প্রথম তিনি আইন করে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের উদ্যোগ নিয়েছিলেন। ভেস্তে গেলে তা-ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন