Paintings

ভ্যান গঘের ছবির পর হামলা ফরাসি চিত্রশিল্পী মোনের ছবিতে! মাখা আলু ছুড়লেন পরিবেশকর্মীরা

লন্ডনের ‘ন্যাশনাল গ্যালারি’তে গঘের ছবি ‘সানফ্লাওয়ার্স’-এ টোম্যাটো সুপ ঢেলে দেওয়ার দিন দশেকের মধ্যে রবিবার জার্মানির মিউজিয়ামের এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

বার্লিন শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৮:৩৩
Share:

মোনের অন্যতম বিখ্যাত ছবি ‘ল্যা মোলস্’-এর উপর মাখা আলু ছুড়ে মারলেন দুই পরিবেশকর্মী।

ব্রিটেনের পর এ বার জার্মানি। ভিনসেন্ট ভ্যান গঘের পর এ বার আক্রান্ত ফরাসি চিত্রশিল্পী ক্লদ মোনের দুর্মূল্য শিল্পকর্ম। মোনের অন্যতম বিখ্যাত ছবি ‘ল্যা মোলস্’-এর উপর মাখা আলু ছুড়ে মারলেন দুই পরিবেশকর্মী। লন্ডনের ‘ন্যাশনাল গ্যালারি’তে গঘের ছবি ‘সানফ্লাওয়ার্স’-এ টোম্যাটো সুপ ঢেলে দেওয়ার দিন দশেকের মধ্যে রবিবার জার্মানির সংগ্রহশালার এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

Advertisement

ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই গ্যালারিতে ছবিগুলোর সামনে ঘেরা জায়গার ভিতরে ঢুকে ধীরে সুস্থে দু’টি ক্যান খুলে ছবিটির উপরে মাখা আলু ছুড়ে মারেন দুই মহিলা পরিবেশকর্মী। চোখের সামনে এটা ঘটতে দেখে স্তম্ভিত হয়ে যান গ্যালারিতে উপস্থিত লোকেরা।

সংগ্রহশালা সূত্রে খবর, ওই দুই পরিবেশকর্মী ‘লেৎজে জেনারেশন’ নামে একটি সংগঠনের সদস্য। মূলত জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে প্রচার করে ওই সংগঠন। ছবিটির উপরে আলু ছুড়ে মারার পরেই হাঁটু মুড়ে বসে পড়েন ওই দু’জন। এক পরিবেশকর্মী চেঁচিয়ে বলেন, ‘‘কোনটার দাম বেশি? জীবন নাকি শিল্প?’’ ওই তরুণীর আরও প্রশ্ন, ‘‘আপনারা কি শিল্পকর্মকে বাঁচানোর জন্য বেশি চিন্তিত? এ দিকে তো মানুষ ভুখা মরছে। ঠান্ডায় জমে যাচ্ছে! এর পর টম্যাটো সুপ, আলু কিছুই জুটবে না। এর জন্যই আমরা ও সব ছুড়ে সচেতন করতে চাইছি। আমরা আসলে ভয় পাচ্ছি। কারণ, ২০৫০ সালের মধ্যে আমরা আর খেতে পারব না। এমনই ভবিষ্যদ্বাণী করছেন বিজ্ঞানীরা। ভয় তো হবেই।’’

Advertisement

সংগ্রহশালা কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, ছবিটি কাঁচের ফ্রেমে ছিল। তাই মূল ছবির কোনও ক্ষতি হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন