শ্রীনিবাস, হার্নিশের পর দীপ, আমেরিকায় এ বার ঘৃণার গুলি শিখ যুবককে

তালিকাটা দীর্ঘ হচ্ছে ক্রমশ। শ্রীনিবাস কুচিভোটলা, হার্নিশ পটেলের পরে দীপ রাই। আমেরিকায় ফের গুলিবিদ্ধ এক ভারতীয় বংশোদ্ভূত। এ বারের আক্রমণ ওয়াশিংটনের কেন্টে। বছর উনচল্লিশের শিখ যুবক দীপ রাই অবশ্য বেঁচে গিয়েছেন

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৪:৩৬
Share:

তালিকাটা দীর্ঘ হচ্ছে ক্রমশ। শ্রীনিবাস কুচিভোটলা, হার্নিশ পটেলের পরে দীপ রাই। আমেরিকায় ফের গুলিবিদ্ধ এক ভারতীয় বংশোদ্ভূত। এ বারের আক্রমণ ওয়াশিংটনের কেন্টে। বছর উনচল্লিশের শিখ যুবক দীপ রাই অবশ্য বেঁচে গিয়েছেন। তিনি জানিয়েছেন, এক শ্বেতাঙ্গ মার্কিন গুলি করার পরে তাঁকে বলেছিল, ‘‘নিজের দেশে ফিরে যাও।’’ ঠিক যে ধরনের কথা শ্রীনিবাসকে বলেছিল তাঁর হত্যাকারী।

Advertisement

শুক্রবার নিজের বাড়ির সামনে গাড়ি সারাচ্ছিলেন দীপ। আচমকাই এক মুখোশধারী আগন্তুক সামনে এসে দাঁড়ায়। দু’জনের কথা কাটাকাটি হয়। তার পর সটান দীপের হাতে গুলি চালিয়ে দেয় ওই ব্যক্তি। ভারতীয়দের উপরে এই ধরনের বর্ণবিদ্বেষী হামলা উদ্বেগ বাড়াচ্ছে দিল্লির। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করেছেন, ‘‘দীপের বাবা সর্দার হরপাল সিংহের সঙ্গে কথা হয়েছে। উনি জানান, ওঁর ছেলে এখন বিপন্মুক্ত।’’ সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস বিষয়টির দিকে নজর রাখছে বলে জানানো হয়েছে।

কেন্টের শিখ সম্প্রদায় আতঙ্কিত। গত কয়েক মাসে শিখদের প্রতি মৌখিক বিদ্বেষ বেড়েছে বলে মত সম্প্রদায়ের নেতা জসমিত সিংহ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন