ফের সংঘর্ষ ট্রাম্পের সভায়, গ্রেফতার ২০

বিরোধিতার জেরে ফের সংঘর্ষ ট্রাম্পের সভায়। শিকাগোর পরে এ বার ক্যালিফোর্নিয়ায়। মার্চের মাঝামাঝি, শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনায় সভা শুরুর আগেই বিরোধীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প-সমর্থকেরা।

Advertisement

সংবাদ সংস্থা

ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০৩:১৩
Share:

বিরোধিতার জেরে ফের সংঘর্ষ ট্রাম্পের সভায়। শিকাগোর পরে এ বার ক্যালিফোর্নিয়ায়। মার্চের মাঝামাঝি, শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনায় সভা শুরুর আগেই বিরোধীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প-সমর্থকেরা। হিংসা ছড়ানোর আশঙ্কায় ট্রাম্প নিজেই সভা বাতিল করেন। বৃহস্পতিবারের সভা বাতিল না হলেও, সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বিরোধীরা ট্রাম্প-সমর্থকদের পাশাপাশি পুলিশেরও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ। বেশ কয়েক জন আহতও হন। ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

এখনও পর্যন্ত ভোটের যা অঙ্ক, তাতে রিপাবলিকানদের হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে ট্রাম্পই সব চেয়ে এগিয়ে। ক্যালিফোর্নিয়ায় প্রাইমারি ৭ জুন। হাতে এক মাসেরও বেশি সময়। ট্রাম্প তবু মরিয়া প্রচারে।

গত কাল তাঁর নির্বাচনী প্রচারসভা ছিল ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির কোস্টা মেসায়। প্যাসিফিক অ্যাম্পিথিয়েটারে। প্রায় ১৮ হাজার দর্শকে কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহ। শেষ-বিকেলে মাইক হাতে নেন নিউ ইয়র্কের ধনকুবের। নিজের ঢঙেই বলে চলেন, ক্ষমতায় এলে নির্ঘাত দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়াবেন। বিতর্কের সূত্রপাত এর রেশ টেনেই।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, সভা শুরুর আগে থেকেই ভিড়ে মিশে ছিলেন বিরোধীরা। ট্রাম্প বলা শুরু করতেই ছড়াতে থাকে বিক্ষোভ। প্রথমটায় শান্তিপূর্ণ থাকলেও, সভা শেষ হতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই এক দল বিরোধীকে মেক্সিকোর জাতীয়-পতাকা হাতে ট্রাম্প-বিরোধী স্লোগান দিতে দেখা যায়। ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাট প্রার্থী তথা ভেরমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্সের বেশ ভালই প্রভাব রয়েছে। এ দিনের সভাস্থলেও তাঁর সমর্থনে ৭ মহিলা বিবস্ত্র হয়েই ট্রাম্পকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

প্রেক্ষাগৃহের বাইরের পরিস্থিতিও তত ক্ষণে উত্তপ্ত হতে শুরু করেছে। রাস্তা আটকে চলতে থাকে বিক্ষোভ। সংঘর্ষের পরিস্থিতি আঁচ করে প্রথম থেকেই ঘটনাস্থলে মোতায়েন ছিল পুলিশ। অভিযোগ, হঠাৎই এক জন ঝাঁপিয়ে পড়েন একটি পুলিশের গাড়িতে। চলে ব্যাপক ভাঙচুর। ট্রাম্প-সমর্থকদের গাড়ি লক্ষ্য করেও পাথর ছোড়ার অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। পাল্টা জবাব দিতে থাকেন প্রার্থীর সমর্থকেরাও। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে যাচ্ছে দেখে ঘটনাস্থলে আসে ঘোড়সওয়ার পুলিশ। শেষমেশ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ট্রাম্প মাইক ছাড়ার পরেও তত ক্ষণে তিন ঘন্টা পেরিয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন