কিমকে ফের হুমকি ট্রাম্পের

গত কাল রাষ্ট্রপুঞ্জে রি-এর ওই মন্তব্যের পরেই মার্কিন প্রেসিডেন্ট টুইট করেছেন, ‘‘উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী যদি ‘লিটল রকেট ম্যান’-এর মতোই কথা বলেন, তা হলে বলতে হয়, ওঁদের সময় ঘনিয়ে এসেছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

পিয়ংইয়ং শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৩০
Share:

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে গত সপ্তাহে চাঁচাছোলা ভাষায় কিম জং উনকে আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বস্তুত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে উত্তর কোরিয়াকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বারবার কিমকে ‘রকেট ম্যান’ বলেও ব্যঙ্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এ বার সেই রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়েই উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী হুমকি দিলেন, ‘‘আমেরিকার দিকে ধেয়ে আসা রকেটকে রোখা এ বার কঠিন হবে।’’ কিমের সুরেই ট্রাম্পকে ‘উন্মাদ (ম্যাড ম্যান)’ আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইওং হো। বসে নেই ট্রাম্পও। গত কাল রাষ্ট্রপুঞ্জে রি-এর ওই মন্তব্যের পরেই মার্কিন প্রেসিডেন্ট টুইট করেছেন, ‘‘উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী যদি ‘লিটল রকেট ম্যান’-এর মতোই কথা বলেন, তা হলে বলতে হয়, ওঁদের সময় ঘনিয়ে এসেছে।’’

Advertisement

এ দিনই উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ট্রাম্প-বিরোধী বিশাল মিছিল হয়েছে। সরকারি টিভি দেখিয়েছে, লাখখানেক মানুষ মার্কিন নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। রাজধানীর কিম টু সাং স্কোয়ারের স্লোগান ছিল, ‘‘সুপ্রিম কম্যান্ডারের নির্দেশ পেলেই আগ্রাসনকারীদের আমরা খতম করে দেবো।’’

চলতি মাসের গোড়ায় দেশের সবচেয়ে শক্তিশালী তথা ষষ্ঠ পরমাণু পরীক্ষাটি করেছিল উত্তর কোরিয়া। এতে পিয়ংইয়ংয়ের উপর কড়া আর্থিক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। গত সপ্তাহের গোড়ায় রাষ্ট্রপুঞ্জে বক্তৃতা দেওয়ার পর থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে বিশ্বের বাকি দেশের আর্থিক লেনদেন বন্ধ করতেও সচেষ্ট রয়েছেন ট্রাম্প।

Advertisement

কিন্তু কিম দমেননি তাতে। উল্টে হুমকি দিয়েছেন, খুব শীঘ্রই প্রশান্ত মহাসাগরে হাইড্রোজেন বোমা ফাটাবেন। বলেছেন, ট্রাম্প ‘ভিমরতিগ্রস্ত বুড়ো’। তাঁর কথার রেশ ধরেই রি কাল রাষ্ট্রপুঞ্জে বলেছেন, ‘‘মিস্টার এভিল প্রেসিডেন্ট যে ভাবে পিয়ংইয়ংয়ের নেতাকে রকেট ম্যান বলে উল্লেখ করছেন, তাতে তো মনে হয় আমেরিকার মূল ভূখণ্ডে রকেট হানা কেউ আটকাতে পারবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন