ট্রানজিট-করিডর সমঝোতার পথে বাংলাদেশ-ভারত

ভারত এ বার এলপি গ্যাস পরিবহণেও বাংলাদেশে ট্রানজিট সুবিধা পাচ্ছে। ভবিষ্যতে এলএনজির জন্য করিডরও চায় ভারত। তবে এর আগেই বাংলাদেশ ডিজেল আমদানির জন্য ভারতে করিডরের সুবিধা পাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০৩:২৩
Share:

ভারত এ বার এলপি গ্যাস পরিবহণেও বাংলাদেশে ট্রানজিট সুবিধা পাচ্ছে। ভবিষ্যতে এলএনজির জন্য করিডরও চায় ভারত। তবে এর আগেই বাংলাদেশ ডিজেল আমদানির জন্য ভারতে করিডরের সুবিধা পাচ্ছে। এলএনজির জন্য ভবিষ্যতে সমঝোতার আশা করা হলেও এলপি গ্যাস পরিবহণে সোমবার ঢাকায় দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এর মধ্যে রাজধানীর এক হোটেলে সমঝোতা চুক্তি হয়। বাংলাদেশের জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পরে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

Advertisement

চট্টগ্রামে আমদানি নির্ভর এলপি গ্যাস প্ল্যান্ট স্থাপনের বিষয়ে জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ জানান, এলপিজি প্ল্যান্ট তৈরি হবে বাংলাদেশে, টার্মিনাল তৈরি হবে এবং পাইপ লাইনে সেই এলপিজি ভারতের পূর্বাঞ্চলে সাপ্লাই দেওয়ার উদ্যোগে তারা আগামী দিনে সহযোগিতা চাইছেন। “বলতে গেলে সব বিষয়ে আমরা একমত হয়েছি। তার মধ্যে অন্যতম ছিল নোমালীগড় থেকে পাইপলাইনের মাধ্যমে তেল নেওয়ার বিষয়টি।” যৌথ বিনিয়োগে ভবিষ্যতে বাংলাদেশে লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি প্ল্যান্ট স্থাপনে আগ্রহের কথা জানান ভারতীয় প্রতিমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement