পোপের ঘনিষ্ঠ যৌন হেনস্থায় অভিযুক্ত

ভিক্টোরিয়ার ডেপুটি পুলিশ কমিশনার শেন প্যাটন সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘১৮ জুলাই মেলবোর্ন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে পেলকে।’’

Advertisement

সংবাদ সংস্থা

সিডনি শেষ আপডেট: ৩০ জুন ২০১৭ ০৩:২৭
Share:

পোপ ফ্রান্সিসের অন্যতম প্রধান উপদেষ্টা কার্ডিনাল জর্জ পেল। ছবি: এএফপি।

ফের যৌন কেলেঙ্কারির অভিযোগ ঘিরে বিতর্কের মুখে ভ্যাটিকান। এ বার ভ্যাটিকানের কোষাধ্যক্ষ, খোদ পোপ ফ্রান্সিসের অন্যতম প্রধান উপদেষ্টা কার্ডিনাল জর্জ পেলের বিরুদ্ধে শিশু নিগ্রহের অভিযোগ তুলল অস্ট্রেলিয়া। পুলিশ জানিয়েছে, শুধু অন্য পাদ্রিদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ধামাচাপা দেওয়াই নয়, নিজেও বছরের পর বছর ধরে যৌন নির্যাতন চালিয়েছেন পেল। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে ৭৬ বছরের কার্ডিনাল জানিয়েছেন, তিনি নির্দোষ। অথচ গত দু’বছর ধরে এই ‘মিথ্যা’ অভিযোগে ‘অবিরাম চরিত্র নিয়ে কাঁটাছেড়া’ হয়েছে তাঁর।

Advertisement

আজ ভিক্টোরিয়ার ডেপুটি পুলিশ কমিশনার শেন প্যাটন একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘১৮ জুলাই মেলবোর্ন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে পেলকে।’’ পুলিশ জানিয়েছে, একটি নয়, পেলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় একাধিক যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। তবে অভিযোগকারীদের বয়স বা তাঁদের বিষয়ে অন্য কোনও তথ্য জানানো হয়নি। প্যাটনের কথায়, ‘‘অতীতেও ভ্যাটিকানে যৌন কেলেঙ্কারির অভিযোগে যে পদ্ধতিতে তদন্ত হয়েছে, পেলের ক্ষেত্রেও সেই একই নিয়ম অনুসরণ করা হচ্ছে।’’

অস্ট্রেলিয়ার রয়্যাল কমিশনে (গির্জা বা স্কুলের মতো প্রতিষ্ঠান যৌন হেনস্থার অভিযোগ কী ভাবে সামলাচ্ছে, তার তদন্ত করে এই কমিশন) যৌন হেনস্থা সংক্রান্ত একাধিক কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছেন পেল। যেমন, মেলবোর্ন ও সিডনিতে থাকাকালীন পাদ্রিদের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগগুলি নাকি বহু ক্ষেত্রেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। শুধু তা-ই নয়, যাজক হওয়ার পরে তিনি নিজেও অপ্রাপ্তবয়স্কদের যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ। পেল জানিয়েছেন, চিকিৎসক অনুমতি দিলে অস্ট্রেলিয়ায় গিয়ে আদালতে হাজিরা দেবেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি নির্দোষ। সব অভিযোগ মিথ্যা। আমার উপর ঘৃণ্য যৌন হেনস্থার অভিযোগ চাপানো হচ্ছে।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement