অভিজিৎ হত্যার দায় স্বীকার আল কায়দার

মার্কিন ব্লগার অভিজিৎ রায়ের হত্যার দায় নিল জঙ্গি গোষ্ঠী আল কায়দা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)। তেমনটাই দাবি জঙ্গিগোষ্ঠী পর্যবেক্ষক মার্কিন ওয়েবসাইট সাইট-এর। জঙ্গিগোষ্ঠীর শুধু ঢাকার রাস্তায় অভিজিৎকে নয়, বাংলাদেশ ও পাকিস্তানে অন্য ‘ধর্মদ্রোহী’দেরও হত্যা করেছে বলে দাবি একিউআইএস-এর।

Advertisement

সংবাদ সংস্থা

ঢাকা শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ০৩:৪১
Share:

মার্কিন ব্লগার অভিজিৎ রায়ের হত্যার দায় নিল জঙ্গি গোষ্ঠী আল কায়দা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)। তেমনটাই দাবি জঙ্গিগোষ্ঠী পর্যবেক্ষক মার্কিন ওয়েবসাইট সাইট-এর। জঙ্গিগোষ্ঠীর শুধু ঢাকার রাস্তায় অভিজিৎকে নয়, বাংলাদেশ ও পাকিস্তানে অন্য ‘ধর্মদ্রোহী’দেরও হত্যা করেছে বলে দাবি একিউআইএস-এর।

Advertisement

একিউআইএস নেতা আসিম উমর জানিয়েছে, কাল তারা ওয়েবসাইটে এক ভিডিও-বার্তায় অভিজিৎ-হত্যার দায় নিয়েছে। আসিমের বক্তব্য, ‘আল কায়দার মুজাহিদিনরা সব ধর্মদ্রোহীকে নরকে পাঠানোর ব্যবস্থা করেছে।’ যদিও বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সংবাদ সংস্থা সূত্রেই খবর এসেছে। এ ব্যাপারে এখনই কিছু বলতে চাই না। অভিজিৎ-হত্যার তদন্তকারী অফিসাররাও এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

মাস তিনেক আগে আমেরিকা থেকে ঢাকা বইমেলায় যোগ দিতে দেশে আসেন অভিজিৎ। ২৬ ফেব্রুয়ারি বইমেলা সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নৃশংস হামলা চালানো হয় সস্ত্রীক অভিজিতের উপরে। মুক্তমনা ব্লগের লেখক অভিজিতের মতোই ইসলাম বিরোধী স্বর হিসেবে পরিচিত আহমেদ রাজীব হায়দার এবং অতি সম্প্রতি ওয়াশিকুর রহমানের হত্যার পিছনেও কি তা হলে একিউআইএস-এর হাত ছিল? বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-এর মুখপাত্র মুফতি মাহমুদ বলেছেন, এ ব্যাপারেও আমরা নিশ্চিত নই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন