Israel-Hamas Conflict

গাজ়ায় মানবিক সহায়তা বন্ধে সক্রিয় ইজ়রায়েল, আন্তর্জাতিক সংস্থার জাহাজে ড্রোন হামলা

গাজ়ায় অবরুদ্ধ প্যালেস্টাইনিদের জন্য খাদ্য, পানীয়, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম-সহ মানবিক সহায়তা নিয়ে যাওয়ার সময় ইজ়রায়েলি ফৌজের হামলার শিকার জাহাজটি বিকল হয়ে পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ২২:২২
Share:

ড্রোন হামলার শিকার সেই জাহাজ। ছবি: এএফপি।

হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগেই। এ বার গাজ়ায় মানবিক সহায়তাবাহী জাহাজে সরাসরি হামলার অভিযোগ উঠল ইজ়রায়েল সেনার বিরুদ্ধে। মানবিক সহায়তাকারী আন্তর্জাতিক সংগঠন ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি) বিবৃতিতে জানিয়েছে, মাল্টা উপকূলে শুক্রবার রাত ১২টা ২৩ মিনিটে ‘দ্য কনসায়েন্স’ জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে।

Advertisement

গাজ়ায় অবরুদ্ধ প্যালেস্টাইনিদের জন্য খাদ্য, পানীয়, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম-সহ মানবিক সহায়তা নিয়ে যাওয়ার সময় ইজ়রায়েলি ফৌজের হামলার শিকার জাহাজটি বিকল হয়ে পড়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্স প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই ঘোষণা করেছেন, হামাস যোদ্ধাদের নির্মূল না করা পর্যন্ত অবরুদ্ধ গাজ়ায় কোনও মানবিক সহায়তা পৌঁছতে দেওয়া হবে না।

পণবন্দি মুক্তি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পরে মার্চের গোড়ায় যুদ্ধবিরতি ভেঙে ইজ়রায়েলি ফৌজ গাজ়ায় হামাস বিরোধী অভিযান শুরু করেছিল। প্যালেস্টাইনি শরণার্থী বিষয়ক দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউএনআরডব্লিউএ-র রিপোর্ট জানাচ্ছে, গত ১৮ মার্চ থেকে প্রতি দিন অবরুদ্ধ গাজ়ায় অন্তত ১০০ প্যালেস্টাইনি শিশু হতাহত হচ্ছে। সেই সঙ্গে দেখা দিয়েছে খাদ্য এবং পানীয়ের ভয়াবহ সঙ্কট। গাজ়া ভূখণ্ডের একেবারে দক্ষিণ প্রান্ত রাফা এখন ইজ়রায়েলি সেনার মূল নিশানা। সেখান থেকে প্যালেস্টাইনিদের সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। রাফার বিভিন্ন শরণার্থী শিবিরে উত্তর এবং মধ্য গাজ়া থেকে উৎখাত হওয়া কয়েক লক্ষ গৃহহীন প্যালেস্টাইনি শরণার্থী রয়েছেন। সেখানে ইজ়রায়েলি সেনা মানবিক সাহায্য পুরোপুরি বন্ধ করে দিলে বহু প্রাণহানির আশঙ্কা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement