বিপাকে ভারতীয় সাংবাদিক

শ্রীলঙ্কায় গির্জা ও রেস্তরাঁয় ধারাবাহিক বিস্ফোরণের পরে এখন কী হাল, সেই খবর করতে গিয়ে একটি স্কুলে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হল এক ভারতীয় চিত্র-সাংবাদিককে। আজ অবশ্য জামিনও পেয়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বো শেষ আপডেট: ০৪ মে ২০১৯ ০২:১৬
Share:

প্রতীকী ছবি।

শ্রীলঙ্কায় গির্জা ও রেস্তরাঁয় ধারাবাহিক বিস্ফোরণের পরে এখন কী হাল, সেই খবর করতে গিয়ে একটি স্কুলে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হল এক ভারতীয় চিত্র-সাংবাদিককে। আজ অবশ্য জামিনও পেয়েছেন তিনি।

Advertisement

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দিল্লির সিদ্দিকি আহমেদ দানিশ নামে এক সাংবাদিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হয়ে খবর খুঁজতে নেগম্বো শহরের একটি স্কুলে ঢুকে পড়েন। অভিযোগ, অনুমতি ছাড়াই তিনি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে শুরু করে দেন। খবর পেয়ে শ্রীলঙ্কার পুলিশ গ্রেফতার করেন তাঁকে। কাল ১৫ মে পর্যন্ত দানিশকে পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন নেগম্বোর ম্যাজিস্ট্রেট। আজ সাংবাদিকের জামিন চেয়ে উচ্চতর আদালতে যান তাঁর আইনজীবীরা। আজ সেখানে তিনি জামিন পেলেও আগামী ৯ মে ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে আদালতে।

স্থানীয়দের দাবি, ইস্টার রবিবারে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ২৫০ জনের মধ্যে ছিল এই স্কুলেরই এক ছাত্র। ওই নিহত ছাত্রের ব্যাপারে আরও খোঁজ নিতেই সাংবাদিক দানিশ তার স্কুলে ঢুকেছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন