Indian Origin Pilot Arrest

আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত পাইলট! সান ফ্রান্সিসকোয় অবতরণের পরেই ককপিট থেকে পাকড়াও করলেন তদন্তকারীরা

‘ডেলটা এয়ারলাইন্‌স’-এর একটি বিমান মিনিয়াপোলিস থেকে সান ফ্রান্সিসকোয় পৌঁছোয়। ওই বিমানের অন্যতম পাইলট ছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত। বিমান অবতরণ করতেই পাইলটকে গ্রেফতার করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৫:৩৯
Share:

(বাঁ দিকে) সান ফ্রান্সিসকোয় ধৃত পাইলট এবং বিমানের ককপিটের খোলা দরজা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আমেরিকায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত পাইলট। সান ফ্রান্সিসকো বিমানবন্দরে বিমান অবতরণের পর ক্ষণেই গ্রেফতার করা হয় ৩৪ বছর বয়সি ওই পাইলটকে। এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই মামলাতেই গ্রেফতার করা হয় পাইলটকে।

Advertisement

আমেরিকার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত রবিবার ঘটনাটি ঘটেছে। ওই দিন ‘ডেলটা এয়ারলাইন্‌স’-এর একটি বিমান মিনিয়াপোলিস থেকে সান ফ্রান্সিসকোয় পৌঁছায়। ওই বিমানের অন্যতম পাইলট ছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত। সান ফ্রান্সিসকো বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত ছিলেন তদন্তকারীরা। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে ওই পাইলটকে গ্রেফতার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে জানানো হয়েছে, যাত্রীরা সকলে নামার আগেই বিমানের ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দফতরের তদন্তকারী দল এবং স্থানীয় পুলিশকর্মীরা বিমানবন্দরে প্রস্তুত ছিলেন। অবতরণের সঙ্গে সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটির প্রায় জনা দশেক তদন্তকারী বিমানের ভিতরে প্রবেশ করেন। এর পরে ককপিট থেকে ওই পাইলটকে হাতকড়া পরিয়ে নিয়ে যান তদন্তকারীরা। তাঁর সহ-পাইলটও ঘটনার আকস্মিকতায় কিছুটা হকচকিয়ে যান।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় বংশোদ্ভূত ওই পাইলটকে যে গ্রেফতার করা হতে পারে, তা সহ-পাইলটও জানতেন না। পুলিশি সক্রিয়তার বিষয়ে অভিযুক্ত জেনে যেতে পারেন, সেই সম্ভাবনা বিবেচনা করেই সহ-পাইলটকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে ওই পাইলটের বিরুদ্ধে। ওই ঘটনায় ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তদন্ত চলছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ঘটনার পরে ‘ডেলটা এয়ারলাইন্‌স’-ও একটি বিবৃতি প্রকাশ করেছে। উড়ান সংস্থা জানিয়েছে, কোনও ধরনের অপরাধমূলক কাজকর্ম তারা বরদাস্ত করে না। পাইলটের গ্রেফতারির খবরে তারা স্তম্ভিত এবং অভিযুক্ত ব্যক্তিকে নিলম্বিত করারও সিদ্ধান্ত নিয়েছে উড়ান সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement