Indian Student Death in America

আরও এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু আমেরিকায়, চার মাসে এই নিয়ে দশ জন, তদন্তের আশ্বাস কনসুলেটের

ভারতীয় কনসুলেট জানিয়েছে, মৃত পড়ুয়ার নাম উমা সত্য সাই গাড্ডে। তিনি ওহায়ো প্রদেশের ক্লিভল্যান্ডে পড়াশোনা করছিলেন। তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ভারতীয় কনসুলেট জানিয়েছে, মৃত্যুর কারণ খুঁজে বার করার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ ০৮:৪৪
Share:

— প্রতীকী ছবি।

আবারও এক ভারতীয় ছাত্রের মৃত্যু হল আমেরিকায়। খবরটি নিশ্চিত করেছে নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট। তবে কী কারণে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও জানা যায়নি। চার মাসের মধ্যে আমেরিকায় ১০ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল।

Advertisement

ভারতীয় কনসুলেট জানিয়েছে, মৃত পড়ুয়ার নাম উমা সত্য সাই গাড্ডে। তিনি ওহায়ো প্রদেশের ক্লিভল্যান্ডে পড়াশোনা করছিলেন। তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ভারতীয় কনসুলেট জানিয়েছে, মৃত্যুর কারণ খুঁজে বার করার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

নিউইয়র্কের ভারতীয় দূতাবাস এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে লিখেছে, ‘‘ওহায়োর ক্লিভল্যান্ডে এক জন ভারতীয় পড়ুয়া উমা সত্য সাই গড্ডের দুর্ভাগ্যজনক মৃত্যুতে গভীর ভাবে দুঃখিত। পুলিশ তদন্ত চালাচ্ছে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। উমার দেহ যত তাড়াতাড়ি সম্ভব ভারতে নিয়ে যাওয়ার চেষ্টাও চলছে।’’

Advertisement

মার্চ মাসেই মহম্মদ আবদুল আরাফাত নামে অন্য এক ভারতীয় পড়ুয়া রহস্যজনক ভাবে ওহায়োর ক্লিভল্যান্ড এলাকা থেকে নিখোঁজ হন। এর পর তাঁর পরিবারের কাছে মুক্তিপণও দাবি করা হয়।

সম্প্রতি ইন্ডিয়ানার পার্দো বিশ্ববিদ্যালয় চত্বরে নীল আচার্য নামে এক ভারতীয় পড়ুয়ার দেহ উদ্ধার হয়। এই ঘটনারও আগে জর্জিয়ায় বিবেক সাইনি (২৫) নামে আর এক ভারতীয় পড়ুয়াকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে এক গৃহহীন ব্যক্তির বিরুদ্ধে। বার বার আমেরিকায় ভারতীয় পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। যদিও ভারতীয় কনসুলেটের আশ্বাস, প্রতিটি ঘটনায় যথাযথ তদন্ত এবং পদক্ষেপ করা হচ্ছে ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন