Mexican NavyShip

২৭৭ জনকে নিয়ে নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুতে ধাক্কা মারল মেক্সিকোর নৌসেনার জাহাজ, মৃত ২, আহত অনেকে

আলো দিয়ে সুসজ্জিত মেক্সিকোর জাহাজটি নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ব্রুকলিন সেতুর নীচ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। জাহাজের তিনটি মাস্তুল ঠেকে যায় সেতুর নীচের অংশে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১০:২৪
Share:

মেক্সিকোর এই জাহাজই ধাক্কা মারে নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুতে। ছবি: সংগৃহীত।

নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুতে গিয়ে ধাক্কা মারল মেক্সিকোর নৌবাহিনীর একটি জাহাজ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জাহাজে থাকা দু’জনের। সেই সময় ওই জাহাজে ছিলেন ২৭৭ জন। আলো দিয়ে সুসজ্জিত জাহাজটি নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ব্রুকলিন সেতুর নীচ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। জাহাজের তিনটি মাস্তুল ঠেকে যায় সেতুর নীচের অংশে। এর ফলে ১৪৭ ফুট উচ্চতার দু’টি মাস্তুল ভেঙে যায়। আহত হন অন্তত ১৯ জন।

Advertisement

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ আলো দিয়ে সুসজ্জিত জাহাজটি নিউ ইয়র্কের দিকে এগোচ্ছিল। জাহাজটিকে দেখতে নদীর ধারে ভিড় জমিয়েছিলেন অনেকে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেতুর নীচের অংশের সঙ্গে মাস্তুলগুলির সংঘর্ষ হতেই আলোগুলি নিভে যাচ্ছে। জাহাজে থাকা নাবিকেরা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছেন। আর জাহাজটিও ক্রমশ নদীর একটি ধার বরাবর এগিয়ে যাচ্ছে। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

দুর্ঘটনার পর শনিবার রাতেই একটি সাংবাদিক বৈঠক করেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, দু’জনের মৃত্যু হয়েছে। ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। তবে কী কারণে এই দুর্ঘটনা, তার ব্যাখ্যা মেলেনি। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করতেই রাত থেকে অভিযান শুরু করে নিউ ইয়র্কের দমকল বিভাগ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জাহাজটির নাম ‘কহটেমক’। মেক্সিকোর শিক্ষানবিশ নৌসেনাদের প্রশিক্ষণ দিতে এটি ব্যবহার করা হয়। ১৫টি দেশের ২২টি বন্দরে যাওয়ার পরিকল্পনা ছিল জাহাজটির। শনিবার নিউ ইয়র্ক বন্দর ছেড়ে ব্রুকলিন সেতু পেরোনোর সময়েই ঘটে যায় দুর্ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement