ইকুয়েডরে ভয়াল ভূমিকম্প, মৃত অন্তত ২৩৩, জখম বহু

মায়ানমার, জাপানের পর এ বার ইকুয়েডর। চার দিনে তৃতীয়বার জোরেসোরে কেঁপে উঠল মেদিনী। শনিবার স্থানীয় সময় সন্ধে ৭টা নাগাদ প্রবল ভূমিকম্পে কাঁপল ইকুয়েডরের উত্তর-পশ্চিম অংশ। মৃত্যু হয়েছে অন্তত ২৩৩ জনের। জখম বহু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ০৪:১৫
Share:

বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধারকাজয় ছবি: রয়টার্স।

মায়ানমার, জাপানের পর এ বার ইকুয়েডর। চার দিনে তৃতীয়বার জোরেসোরে কেঁপে উঠল মেদিনী। শনিবার স্থানীয় সময় সন্ধে ৭টা নাগাদ প্রবল ভূমিকম্পে কাঁপল ইকুয়েডরের উত্তর-পশ্চিম অংশ। মৃত্যু হয়েছে অন্তত ২৩৩ জনের। জখম বহু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮।

Advertisement

সমুদ্র তীরবর্তী গুয়াইয়াকুইল শহর এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। একটি সেতু ভেঙে পড়েছে ইকুয়েডরের সবচেয়ে জনবহুল এই শহরে। মান্তায় ভেঙেছে বিমানবন্দরের টাওয়ার। গুয়াইয়াকুইল ছাড়াও বড়সড় ক্ষয়ক্ষতি হয়েছে পোর্তোভিয়েজো, মান্তা, গুয়াইয়াসে। ক্ষতি হয়েছে রাজধানী কিউটোরও। ভেঙে পড়েছে প্রচুর ঘরবাড়ি। মৃতের সংখ্যা অনেকটা বাড়বে বলে আশঙ্কা করছে ইকুয়েডর সরকার।

আরও পড়ুন:
কেঁপে চলেছে জাপান, বাড়ছে মৃত্যু

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement