ইন্দোনেশিয়ায় বসত এলাকায় ভেঙে পড়ল সেনা বিমান, মৃত ৫৩

ঘন বসতিপূর্ণ এলাকায় ইন্দোনেশিয়া সেনার একটি পণ্যবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হল ৫৩ জনের। মঙ্গলবার সকালের ঘটনা। প্রশাসন সূত্রে খবর, এ দিন সুমাত্রা দ্বীপের একটি শহর থেকে হারকিউলিস সি-১৩০ বিমানটি রওনা দিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ১৪:২২
Share:

বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ছবি: এএফপি।

ঘন বসতিপূর্ণ এলাকায় ইন্দোনেশিয়া সেনার একটি পণ্যবাহী বিমান ভেঙে পড়ে মৃত্যু হল ৫৩ জনের। মঙ্গলবার সকালের ঘটনা। প্রশাসন সূত্রে খবর, এ দিন সুমাত্রা দ্বীপের একটি শহর থেকে হারকিউলিস সি-১৩০ বিমানটি রওনা দিয়েছিল। ওড়ার দু’মিনিটের মধ্যেই মাঝ আকাশে একটা বিস্ফোরণ হয়। তার পরই মেডান শহরের জনবসিতপূর্ণ এলাকায় ভেঙে পড়ে সেটি। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। সেনা সূত্রে খবর, ১২ জন বিমানকর্মী ছিলেন ওই বিমানটিতে। সেনার সরঞ্জাম নিয়ে এ দিন দুপুর ১২ টা নাগাদ বিমানটি সুমাত্রা দ্বীপের ওই বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। পাঁচ কিলোমিটারের মধ্যেই মাঝ আকাশে বিস্ফোরণে ভেঙে পড়ে বিমানটি। পুলিশ জানিয়েছে, বিমানটির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। আগুনে ঝলসে গিয়েছে অনেকে। মৃতের সংখ্যাআরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

Advertisement

এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দর থেকে ওড়ার পরেই বিমানের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন। তার পরই টাল খেতে থেকে গোত্তা মেরে জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে। আরও এক প্রত্যক্ষদর্শী জানান, ভেঙে পড়ার আগে বিনানটি খুব নীচু দিয়ে উড়ছিল। তার পরই একটা বিকট আওয়াজ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন