International News

পালাও নয় তো মরো! ইরাকে হার মেনে যোদ্ধাদের বার্তা বাগদাদির

ইরাকে ইসলামিক স্টেট (আইএস) সম্পূর্ণ পরাজিত হয়েছে। স্বীকার করে নিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির প্রধান আবু বকর আল-বাগদাদি। মসুল-সহ উত্তর ইরাকের একাংশে কার্যত বন্দি হয়ে হয়ে পড়া আইএস যোদ্ধাদের কাছে ‘বিদায় বার্তা’ পাঠিয়ে দিয়েছেন বাগদাদি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ১৪:৪২
Share:

আবু বকর আল বাগদাদি নিজের যোদ্ধাদের ইরাক ছেড়ে পালাতে বলেছেন। কিন্তু তিনি নিজে কোথায় রয়েছেন, তা স্পষ্ট নয়। —ফাইল চিত্র।

ইরাকে ইসলামিক স্টেট (আইএস) সম্পূর্ণ পরাজিত হয়েছে। স্বীকার করে নিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির প্রধান আবু বকর আল-বাগদাদি। মসুল-সহ উত্তর ইরাকের একাংশে কার্যত বন্দি হয়ে হয়ে পড়া আইএস যোদ্ধাদের কাছে ‘বিদায় বার্তা’ পাঠিয়ে দিয়েছেন বাগদাদি। পারলে ইরাক ছেড়ে পালিয়ে যান, না হলে নিজেদের বিস্ফোরণে উড়িয়ে দিন— ছাপানো বার্তায় আইএস জঙ্গিদের এমনই পরামর্শ বাগদাদির।

Advertisement

আবু বকর আল-বাগদাদি আগেই নিজেকে খলিফা বলে ঘোষণা করেছিলেন। তাঁর বাহিনী ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করেছিল। পরে দুই দেশেই পিছু হঠতে শুরু করে আইএস। সিরিয়ায় যুদ্ধ এখনও তীব্র। কিন্তু ইরাকে গত কয়েক মাস ধরে দ্রুত জমি হারাচ্ছিল জঙ্গি সংগঠনটি। ইরাকে নিজস্ব সরকারি বাহিনী তো বটেই, শিয়া মিলিশিয়া এবং কুর্দিশ পেশমেরগা বাহিনীও যোগ দিয়েছে এই আইএস বিরোধী যুদ্ধে। তিন বাহিনীর যৌথ লড়াইয়ের মুখে মাটিতে যখন পিছু হঠছিল আইএস, তখন আকাশ থেকে বোমা বর্ষণ করছিল মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন ফোর্স। উত্তর ইরাকের মসুল শহর ছিল সে দেশে আইএস-এর শেষ বড় ঘাঁটি। টাইগ্রিসের দুই পাড় জুড়ে অবস্থিত মসুলের একাংশ মাস দেড়েক আগেই পুনরুদ্ধার করে নিয়েছিল ইরাকি বাহিনী। ওল্ড সিটি নামে পরিচিত মসুলের বাকি অংশে এখন অবরুদ্ধ হয়ে পড়েছে বাগদাদির বাহিনী। ইরাকি সেনা, শিয়া মিলিশিয়া এবং কুর্দিশ পেশমেরগা সব দিক দিয়ে ঘিরে ধরেছে তাদের। আর শহরের ভিতরে থাকা আইএস ঘাঁটিগুলি লক্ষ্য করে রোজ বোমা বর্ষণ করে যাচ্ছে কোয়ালিশন ফোর্স।

মসুল ঘিরে ধরে ইরাকি বাহিনী, শিয়া মিলিশিয়া এবং কুর্দিশ পেশমেরগার যৌথ অভিযান শেষ পর্যন্ত হার স্বীকার করতে বাধ্য করল আইএস-কে। —ফাইল চিত্র।

Advertisement

বাগদাদি বুঝতে পেরে গিয়েছিলেন, তাঁর মসুল ঘাঁটির পতন সময়ের অপেক্ষা। ইরাকে ঘুরে দাঁড়ানোর আর কোনও পরিস্থিতি নেই। তাই হার স্বীকার করে নিলেন। আইএস প্রচারকদের মধ্যে বাগদাদির বিদায় বার্তা বিলি হয়েছে বুধবার। ইরাকি টেলিভিশন সূত্রেই এই খবর পাওয়া গিয়েছে। বিদায় বার্তায় ইরাকের আইএস সদর দফতর বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বঘোষিত খলিফা। এই দফতর থেকেই গোটা ইরাকে যুদ্ধ-বিগ্রহ নিয়ন্ত্রণ করত আইএস। শুধু দফতর বন্ধ করার নির্দেশেই শেষ নয় বাগদাদির বার্তা। ইরাকে তাঁর বাহিনীর সদস্যদের মধ্যে যাঁরা আরব দেশের নাগরিক নন, তাঁদের প্রতি বাগদাদির পরামর্শ, পারলে ইরাক ছেড়ে পালিয়ে নিজের নিজের দেশে ফিরে যান। না পারলে বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিন।

আরও পড়ুন: আক্রমণাত্মক পথে ট্রাম্প, মরিয়া হয়ে সমঝোতার রাস্তা খুঁজছে উদ্বিগ্ন চিন

আইএস কম্যান্ডারদের অনেকেই ইরাক ছেড়ে লাগোয়া সিরিয়ায় পালিয়ে গিয়েছেন ইতিমধ্যেই। যে জঙ্গিরা এখনও ওই শহরে আটকে রয়েছে, তারাও পালানোর পথ খুঁজছে বলে খবর। বাগদাদির ঘোষণার পর ইরাকে আইএস যুগ শেষ বলেই ধরে নিচ্ছে ওয়াকিবহাল মহল। এর ফলে বাগদাদির সাম্রাজ্য এখন শুধু পূর্ব সিরিয়ার একাংশে সীমাবদ্ধ হয়ে পড়ল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন