বাংলাদেশের ভিসা শুধুই অনলাইনে

শুক্রবার থেকে বাংলাদেশের ভিসার আবেদন কেবল মাত্র অনলাইনেই করা যাবে। এ দিন থেকে হাতে লেখা ভিসা-আবেদন আর গ্রহণ করা হচ্ছে না বলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৭ ০৩:০১
Share:

শুক্রবার থেকে বাংলাদেশের ভিসার আবেদন কেবল মাত্র অনলাইনেই করা যাবে। এ দিন থেকে হাতে লেখা ভিসা-আবেদন আর গ্রহণ করা হচ্ছে না বলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে জানানো হয়েছে। visa.gov.bd এবং bdhc-kolkata.org — এই দু’টি ওয়েবসাইটে অনলাইন ভিসা আবেদনের বিস্তারিত তথ্য মিলবে। ডেপুটি হাই কমিশন জানিয়েছে, অনলাইনে ভিসার আবেদনপত্র পূরণ করার পরে তার প্রিন্ট বার করে স্বাক্ষর-সহ তাদের ভিসা কাউন্টারে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টার মধ্যে জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে পাসপোর্ট, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও ভিসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র। অনলাইনে আবেদনের সময়েও নির্দিষ্ট মাপের ফটো লাগবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন