উল্লেখ নেই ট্রাম্পের, নিজের ছন্দে ওবামা

অন্তরাল কাটিয়ে ফের এক বার জনসমক্ষে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত সোমবার শিকাগোর একটি অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল ওবামাকে। তিনি যে বাগ্মী ও সংযত, তা আগে থেকেই সকলের জানা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০২:৩৯
Share:

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফাইল চিত্র।

অন্তরাল কাটিয়ে ফের এক বার জনসমক্ষে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

Advertisement

গত সোমবার শিকাগোর একটি অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে দেখা গেল ওবামাকে। তিনি যে বাগ্মী ও সংযত, তা আগে থেকেই সকলের জানা। সোমবারের অনুষ্ঠানে ফের এক বার সেই ওবামাকেই দেখলেন সবাই। অনুষ্ঠানের শুরুতেই তাঁকে কিছু বলতে বলা হলে ওবামা বলেন, ‘‘শিকাগো আমাকে শিখিয়েছে, সাধারণ মানুষ এক সঙ্গে অসাধারণ কাজ করতে পারেন।’’ সেই সঙ্গে রাজনীতি এবং সমাজকল্যাণের সঙ্গে কীভাবে তিনি যুক্ত হলেন, শোনালেন সে গল্পও। তার পরেই মাইক এগিয়ে দিলেন অংশগ্রহণকারীদের দিকে।

সমাজকল্যাণের কাজে কে কীভাবে যুক্ত, তা নিয়ে নিজেদের অভিজ্ঞতা শোনাচ্ছিলেন সকলেই। তবে বেশির ভাগ সময়েই অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। কখনও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রশ্ন করছেন, কখনও বা আবার কোনও বিষয়ে নিজের মতামত জানাচ্ছেন। সেখানেই তাঁকে এ-ও বলতে শোনা গেল, সংবাদমাধ্যম সংস্কৃতির পাল্লায় পড়ে কেউই আর অন্যের কথা মন দিয়ে শোনেন না। এ দিন অবশ্য ওবামাকে এত ধীর-স্থির দেখে বিস্মিত হয়েছেন রাজনৈতিক মহলের অনেকেই।

Advertisement

এ বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পরে প্রায় ১০০ দিন হতে চলল ডোনাল্ড ট্রাম্পের। ক্ষমতায় আসার পর থেকে ওবামা নীতিতে বদল আনার চেষ্টা করেছিলেন ট্রাম্প। এ দিনের মঞ্চে ওবামা চাইলেই ট্রাম্পকে এক হাত নিতে পারতেন বলে অনেকেই মনে করছেন। কিন্তু ওবামা সে দিকে গেলেনই না। সোমবারের অনুষ্ঠানে এক বারের জন্যও ওবামার মুখে শোনা গেল না ট্রাম্পের নাম। আমেরিকার ৪৫তম প্রেসিডেন্টের থেকে ৪৪তম প্রেসিডেন্ট যে কতটা আলাদা, ওবামা আরও এক বার তা প্রমাণ করলেন বলেই মত রাজনীতিকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement