নেট দুনিয়ার নয়া সেলেব অলিভ!

নেটিজেনদের যদি প্রশ্ন করা হয় নেট দুনিয়ায় কে এখন নয়া সেলেব। অনেকেই নাম করবেন এক জনের। সে অলিভ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫ ১৭:৩৮
Share:

এই ছবি ঘিরেই সরগরম নেট দুনিয়া। ছবি: ইনস্টাগ্রাম।

নেটিজেনদের যদি প্রশ্ন করা হয় নেট দুনিয়ায় কে এখন নয়া সেলেব। অনেকেই নাম করবেন এক জনের। সে অলিভ।

Advertisement

কে এই অলিভ?
অলিভ কোনও মানুষ নয়। তবে মানুষের থেকেও বেশি। সে ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম এবং পপ সম্রাজ্ঞী ভিক্টোরিয়া বেকহামের প্রিয় পোষ্য। টেকস্যাভি হিসেবে খ্যাতি রয়েছে বেকহাম পরিবারের। শুধু ডেভিড বেকহাম বা তাঁর স্ত্রী ভিক্টোরিয়াই নন। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তাঁদের দুই ছেলে রোমিও এবং ব্রুকলিনও। নিয়মিত মতামত এবং নিত্য নতুন ছবি আপলোড করতে দেখা যায় তাঁদের। সেই দলে নাম লিখিয়েছে অলিভও। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছে অলিভ। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই লাইকের বন্যা। ইতিমধ্যে হাজার পঞ্চাশেক ফলোয়ারও জুটে গিয়েছে অলিভের। ছবিতে বছর যোলোর ব্রুকলিনের পাশে বসে থাকতে দেখা যায় অলিভকে। অলিভকে জড়িয়ে ধরে বসে আছে ব্রুকলিন।
ছবিটি পোস্ট করার পর থেকেই নেট দুনিয়া এখন অলিভময়।

পড়ুন

Advertisement

• নতুন ইন্টারনেট সেলেব্রেটি বিস্ট!

• ডেভিড স্টিল রোম্যান্টিক: ভিক্টোরিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement