Russia-Ukraine War

রাশিয়ার হয়ে লড়তে গিয়ে ধৃত দুই চিনা সেনাকে প্রকাশ্যে আনল ইউক্রেন, প্রতিবাদে জিনপিং সরকার

ইউক্রেনের ডনেৎস এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে ওই দুই চিনাকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে জ়েলেনস্কি গত বৃহস্পতিবার অভিযোগ করেন, অন্তত ১৫৫ জন চিনা সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫
Share:

ইউক্রেনে ধৃত দুই চিনা সেনা। ছবি: এএফপি।

গ্রেফতারির কথা জানানো হয়েছিল গত সপ্তাহেই। এ বার রুশ ফৌজের হয়ে যুদ্ধে লড়তে নেমে ধৃত দুই চিনা সেনাকে প্রকাশ্যে আনল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সরকার। প্রকাশ্যে আনা হল তাদের পরিচয়ও।

Advertisement

ইউক্রেনের ডনেৎস এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে ওই দুই চিনাকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে জ়েলেনস্কি গত বৃহস্পতিবার অভিযোগ করেন, অন্তত ১৫৫ জন চিনা সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন। এ বার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মঞ্চে সরব হওয়ারও বার্তা দিল ইউক্রেন। অন্য দিকে, চিনের পাল্টা অভিযোগ, যুদ্ধবন্দিদের নাম, পরিচয় প্রকাশ্যে এনে আন্তর্জাতিক বিধি ভেঙেছে ইউক্রেন।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের পরে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে সেনা পাঠানোর অভিযোগ উঠেছে বেশ কিছু দিন ধরেই। গত বছর সিঙ্গাপুরে ‘শাংরি লা ডায়ালগ’ নামের প্রতিরক্ষা সম্মেলনে বক্তৃতায় জ়েলেনস্কি বলেছিলেন, ‘‘চিনের তরফে রাশিয়াকে মদতের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে।’’ কিন্তু বেজিং বরাবরই মস্কোকে সেনা-সাহায্য দেওয়ার কথা অস্বীকার করে এসেছে। এ বার দুই চিনা সেনাকে সামনে এনে কিভ অভিযোগ করল, ‘‘আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে চিন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement