International

পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণা করতে বিল মার্কিন কংগ্রেসে

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ ঘোষণা করার জন্য বিল পেশ হল মার্কিন কংগ্রেসে। দীর্ঘ দিন ধরে পাকিস্তান সন্ত্রাসবাদের কারখানা হিসেবে কাজ করছে এবং আমেরিকা ও তার মিত্ররাই পাক সন্ত্রাসে আক্রান্ত হচ্ছে বলে মার্কিন কংগ্রেসের সদস্যদের একাংশ মনে করছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৮
Share:

পর্বতপ্রমাণ চাপের মুখে শরিফ। —ফাইল চিত্র।

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ ঘোষণা করার জন্য বিল পেশ হল মার্কিন কংগ্রেসে। দীর্ঘ দিন ধরে পাকিস্তান সন্ত্রাসবাদের কারখানা হিসেবে কাজ করছে এবং আমেরিকা ও তার মিত্ররাই পাক সন্ত্রাসে আক্রান্ত হচ্ছে বলে মার্কিন কংগ্রেসের সদস্যদের একাংশ মনে করছেন। তার প্রেক্ষিতেই পেশ হয়েছে এই বিল। রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক, দু’দলের মধ্যেই এই বিলের প্রতি সমর্থন রয়েছে।

Advertisement

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বিলটি পেশ হয়েছে। কংগ্রেসের সন্ত্রাসবাদ সংক্রান্ত সাবকমিটির চেয়ারম্যান তথা রিপাবলিকান কংগ্রেসম্যান টেড পো নিজে বিলটি পেশ করেছেন। বিলের অন্যতম সমর্থক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান তথা সন্ত্রাসবাদ সংক্রান্ত সাবকমিটির প্রভাবশালী সদস্যা ডানা রোরাবাশার। ‘পাকিস্তান স্টেট স্পনসর অব টেররিজম ডেজিগনেশন আইন’ নামে ওই বিল পেশ করার পর টেড পো বলেছেন, ‘‘পাকিস্তানকে সাহায্য করা বন্ধ করতে হবে কারণ তারা বেইমানি করছে এবং পাকিস্তান আসলে যে ধরনের রাষ্ট্র, তাদের সেই তকমাই দিতে হবে— সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র।’’ পো আরও বলেছেন, ‘‘পাকিস্তান সহযোগী হিসেবে বিশ্বাসযোগ্য তো নয়ই, তা ছাড়াও দীর্ঘ দিন ধরে পাকিস্তান আমেরিকার শত্রুদের সাহায্য করে আসছে এবং প্ররোচনা দিচ্ছে।’’ মার্কিন কংগ্রেসের সন্ত্রাসবাদ সংক্রান্ত সাবকমিটির চেয়ারম্যানের কথায়, ‘‘ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে দহরম মহরম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে পাকিস্তান কোন পক্ষে তা বুঝে নেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে। এটা স্পষ্ট যে পাকিস্তান মোটেই আমেরিকার পক্ষে নয়।’’ মার্কিন কংগ্রেসে এই বিল পেশ হওয়ায় ওবামা প্রশাসনের উপর পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য চাপ আরও বাড়ল। সন্ত্রাসবাদকে পাকিস্তান সরাসরি সমর্থন দিচ্ছে বলে যে অভিযোগ বিলের প্রস্তাবক ও সমর্থকরা তুলছেন, ওবামা প্রশাসনকে এ বার সে প্রশ্নে অবস্থান স্পষ্ট করতে হবে। পাকিস্তান যে সন্ত্রাসের কারখানা, সে ইঙ্গিত ওবামা ক্যাবিনেটের একাধিক পদাধিকারী তো বটেই, খোদ ওবামার থেকেও একাধিক বার পাওয়া গিয়েছে। ফলে পাকিস্তান সন্ত্রাসে সমর্থন জোগাচ্ছে না, এ কথা মার্কিন প্রশাসনের পক্ষে বলা সম্ভব নয়। স্পষ্টতই মার্কিন কংগ্রেসে পেশ হওয়া এই পাকিস্তান বিরোধী বিল ঘোর চাপে ফেলতে চলেছে ইসলামাবাদকে।

আরও পড়ুন: রাষ্ট্রপুঞ্জে মুখ পুড়িয়ে চাপে ইসলামাবাদ

Advertisement

মার্কিন কংগ্রেসের সদস্যদের মধ্যে পাকিস্তান বিরোধী মতামত ক্রমশই জোরদার হচ্ছে। অন্য একটি বিবৃতিতে আর এক কংগ্রেসম্যান পিট অলসন উরি সেনা ছাউনিতে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘‘কাশ্মীরে ভারতীয় সেনা ঘাঁটিতে যে জঙ্গি হামলায় ১৮ জন জওয়ানের মৃত্যু হয়েছে, আমি তার কঠোর নিন্দা করছি। শান্তির লক্ষ্যে ভারত আমাদের অত্যন্ত শক্তিশালী সহযোগী এবং মিত্র।’’ অলসন আরও বলেছেন, এই হামলার চক্রীদের বিচারের কাঠগড়ায় টেনে আনার জন্য সব রকম উদ্যোগকে সর্বাত্মক সমর্থন জানানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন