নাইজেরিয়ায় বিস্ফোরণে হত ৫১

জোড়া বিস্ফোরণের জেরে ফের টালমাটাল নাইজেরিয়া। দেশের উত্তর-পূর্ব অংশের পর এ বার জঙ্গি হামলায় জেরবার মধ্য নাইজেরিয়ার শহর জস। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, রবিবার রাতে বিলাসবহুল একটি রেস্তোরাঁ ও মসজিদে পর পর দু’টি বিস্ফোরণে নিহত ৫১। গুরুতর আহত অন্তত ৬৭। সোমবার বিকেল পর্যন্ত এই জোড়া বিস্ফোরণের দায় নেয়নি কোনও জঙ্গি সংগঠন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০২:১৭
Share:

জোড়া বিস্ফোরণের জেরে ফের টালমাটাল নাইজেরিয়া। দেশের উত্তর-পূর্ব অংশের পর এ বার জঙ্গি হামলায় জেরবার মধ্য নাইজেরিয়ার শহর জস। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, রবিবার রাতে বিলাসবহুল একটি রেস্তোরাঁ ও মসজিদে পর পর দু’টি বিস্ফোরণে নিহত ৫১। গুরুতর আহত অন্তত ৬৭।

Advertisement

সোমবার বিকেল পর্যন্ত এই জোড়া বিস্ফোরণের দায় নেয়নি কোনও জঙ্গি সংগঠন। তবু অভিযোগের তির বোকো হারামের দিকেই। কারণ এর আগেও জসে হামলা চালিয়েছে বোকো হারাম। তা ছাড়া গত কয়েক দিনে এদের লাগামছাড়া সন্ত্রাসে দেশ জুড়ে প্রাণ গিয়েছে অন্তত ২০০ জনের। তাই প্রশাসনের দাবি, রবিবারের ঘটনাতেও হাত রয়েছে বোকো হারামেরই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে তখন সবে রমজানের নমাজ পড়া শেষ হয়েছে। তোড়জোড় শুরু হয়েছে উপবাস ভাঙার। হঠাৎই বিস্ফোরণ। আত্মঘাতী হামলার জেরে কেঁপে ওঠে গোটা চত্বর। ঘোর কাটতে না কাটতেই শুরু হয় এলোপাথাড়ি গুলিবৃষ্টি। পুলিশ সূত্রের খবর, মসজিদের মধ্যেই প্রাণ যায় ২১ জনের। স্থানীয়দের দাবি, মসজিদের ইমাম শেখ মহম্মদ সানি জিঞ্জিরকে খতম করতেই এই হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের বিরুদ্ধে জনমত গড়ে তোলায় এর আগেও তাঁকে লক্ষ্য করে হামলা হয়েছে। অবশ্য এ বারও রক্ষা পেয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement