International News

ট্রাম্পের দায়িত্ব নেওয়ার অনুষ্ঠানে থাকছে বলিউডি চমক

প্রায় দু’মাস হল মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের লড়াইতে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে, আমেরিকায় এখনও ট্রাম্প যুগ শুরু হয়নি। কারণ আনুষ্ঠানিক ভাবে এখনও দায়িত্ব পাননি ভাবী প্রেসিডেন্ট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৭ ১৬:৩৫
Share:

প্রায় দু’মাস হল মার্কিন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের লড়াইতে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে, আমেরিকায় এখনও ট্রাম্প যুগ শুরু হয়নি। কারণ আনুষ্ঠানিক ভাবে এখনও দায়িত্ব পাননি ভাবী প্রেসিডেন্ট। খাতায়-কলমে ট্রাম্প সেই দায়িত্ব বুঝে নেবেন আগামী ২০ জানুয়ারি। সেই অনুষ্ঠানে গোটা বিশ্বের বিভিন্ন অতিথিদের পাশাপাশি হাজির থাকবেন বলিউডের প্রথম সারির তারকারা। ইন্দো-আমেরিকান ব্যবসায়ী তথা রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের প্রতিষ্ঠাতা শলভ কুমারের মেয়ে মানসভি মামগাই এই খবর সংবাদমাধ্যমে জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন, টিভিতে? এ ভাবে কথা বলুন, প্রধানমন্ত্রী

মানসভির কথায়, ‘‘আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব বুঝে নেবেন। সেখানে বলিউডের অনেক বড় তারকাকে দেখতে পাবেন। বলিউডি বিনোদন থাকবে। অনেক ‘ঝটকা’, ‘মটকা’ও দেখবেন আপনারা।’’ মানসভির মুকুটে রয়েছে প্রাক্তন মিস ইন্ডিয়ার পালক। তাই তাঁর সঙ্গে বলিউডের তাবড় তারকাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ট্রাম্পের দায়িত্ব বুঝে নেওয়ার সরকারি অনুষ্ঠানে বলিউডি পারফরম্যান্স আয়োজন করার পিছনে মানসভিরও অবদান রয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement