যশোরে শহিদ মিনারে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ১০

যশোর মাইকেল মধুসূদন (এমএম) কলেজ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী, একুশের প্রথম প্রহরে শুরুর মিনিট ১৫ আগে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহিদ মিনারে ফুল দিয়ে চলে যাওয়ার ঠিক পরেই এই ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫০
Share:

যশোর মাইকেল মধুসূদন (এমএম) কলেজ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের দেওয়া খবর অনুযায়ী, একুশের প্রথম প্রহরে শুরুর মিনিট ১৫ আগে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহিদ মিনারে ফুল দিয়ে চলে যাওয়ার ঠিক পরেই এই ঘটনাটি ঘটে।
যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাফিন মাহমুদ বলেন, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় কিছু ক্ষণ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো বন্ধ থাকলেও এর পর স্থানীয় সময় ১২ টা ২৭ মিনিট নাগাদ পরিস্থিতি আবার স্বাভাবিক হয়। এ ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে আটক করে জেরা চলছে। বাংলাদেশ পুলিশ সূত্রের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে ঘটনার পেছনে কোনও জঙ্গি-যোগ আছি কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement