চমৎকার ব্যাপার! ব্রেক্সিটে মুগ্ধ ট্রাম্প

ব্রেক্সিটের রায় বেরোতেই মুখ খুললেন রিপাবলিকান শিবিরের সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেনের মাটিতে দাঁড়িয়েই বললেন, ‘‘চমৎকার ব্যাপার।

Advertisement

সংবাদ সংস্থা

এডিনবরা শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ০৯:৪০
Share:

ডোনাল্ড ট্রাম্প

ব্রেক্সিটের রায় বেরোতেই মুখ খুললেন রিপাবলিকান শিবিরের সম্ভাব্য মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেনের মাটিতে দাঁড়িয়েই বললেন, ‘‘চমৎকার ব্যাপার। দেশকে ফের নিজের কব্জায় আনার জন্য সমস্ত ব্রিটেনবাসীকে জানাই অভিনন্দন।’’ আজ শুক্রবার স্কটল্যান্ডের সাউথ আয়ারশায়ারে নিজের নামে তৈরি ট্রাম্প টানবেরি গল্ফ রিসর্টের উদ্বোধনে এসে এই মন্তব্য করেন ট্রাম্প।

Advertisement

গণভোটে আজই ২৮টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। জনগণের রায় মেনে নিয়ে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তাই এই প্রেক্ষিতে ট্রাম্পের ইইউ-বিরোধী মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক কূটনীতিক মহলের একাংশ। তাঁদেরই কেউ কেউ আবার বলছেন— ব্রেক্সিটের এই রায় বুঝিয়ে দিল যে, ওবামা কিংবা হিলারি নয়, ব্রিটিশদের একটা বড় অংশ ট্রাম্পের পাশে দাঁড়াতেই স্বচ্ছন্দ বোধ করছেন। বিশ্ব জুড়ে এখন ট্রাম্পপন্থীদেরই জয়জয়কার।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চেয়েছিলেন, জোট বজায় রাখুক ব্রিটেন। সম্ভাব্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনও তেমনটাই চেয়েছিলেন। ট্রাম্প যদিও প্রচারের শুরু থেকেই ভিন্ গোত্রের। স্বাধিকার আদায়ের কারণেই ব্রিটেনের ইউরোপীয় জোট ছেড়ে বেরিয়ে আসা উচিত বলে একাধিক বার মন্তব্য করেন তিনি। জোট ছাড়ার যুক্তি হিসেবে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইইউ-এর অভিবাসন নীতিকেও। আজ তাই ভোটের ফল বেরোতেই মুক্তকণ্ঠ ট্রাম্প। বলেন, ‘‘এমনটা যে হতে চলেছে, আগেই বলেছিলাম। আশা করব, আমেরিকা এই রায়ের দিকে নজর রাখবে।’’ ভোটের ফল ঘোষণার পরে মুখ খুলেছেন ওবামাও। ভোটের ফল দু’দেশের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না বলে আশ্বাস দেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন