Cat

লক্ষ টাকার ঘরে থাকে এই পোষ্য বিড়ালরা

সম্প্রতি আমেরিকার এক ব্যক্তি তাঁর পোষ্যদের থাকার জন্য যে ব্যবস্থা করেছেন তাতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১৬:০৩
Share:

লক্ষ টাকার ঘরে থাকছে বিড়াল। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

কলকাতার একটি হাসপাতালে ১৬টি পথ কুকুরছানাকে পিটিরে মেরে ফেলা নিয়ে উত্তাল হয়েছে সারা দেশ। পশুপ্রেমী সংগঠন ছাড়াও সাধারণ মানুষের মনেও ক্ষতের সৃষ্টি করেছে এই ঘটনা। কিন্তু পোষ্যের সঙ্গে মানুষের সম্পর্কের সার্বিক চিত্রটা বোধহয় ধরা পড়ে না ওই ঘটনায়। সম্প্রতি আমেরিকার এক ব্যক্তি তাঁর পোষ্যদের থাকার জন্য যে ব্যবস্থা করেছেন তাতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

Advertisement

আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান হোসেতে থাকেন জনৈক ব্যক্তি। তিনি তাঁর মেয়ের দুটি পোষ্য বিড়াল রয়েছে। টিনা ও লাউসি। এই দু’জনের থাকার জন্য ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে আস্ত একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে নিয়েছন তিনি। সেই স্টুডিয়োর ভাড়া শুনলে চমকে যেতে হবে আপনাকে।

পোষ্য বিড়ালের জন্যই প্রতি মাসে ১ হাজার ৫০০ ইউএস ডলার ভাড়া দেন ওই ব্যক্তি। ভারতীয় মুদ্রায় ওই অঙ্ক দাঁড়াবে প্রায় ১ লক্ষ ৬ হাজার টাকা। ওই অ্যাপার্টমেন্টে বিড়ালের জন্য টিভি, ফ্রিজ- সহ সমস্ত আধুনিক আসবাবপত্রও রয়েছে।

Advertisement

সিলিকন ভ্যালিতে এই দু’টি পোষ্যকেই সব থেকে অভিজাত পোষ্য রূপে গণ্য করা হচ্ছে।

আরও পড়ুন: ব্রেক্সিট প্রশ্নে হারের পর আজ অনাস্থা ভোটের মুখে টেরেসা মে সরকার

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement