কিরঘিজস্তানে কুয়াশায় নামতে গিয়ে বিমান দুর্ঘটনা, মৃত ৩৭

কুয়াশার মধ্যে অবতরণ করতে গিয়ে কিরঘিজস্তানের দাচা সু গ্রামে আছড়ে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটাল তুরস্কের একটি পণ্যবাহী বিমান। চার পাইলট-সহ মৃতের সংখ্যা অন্তত ৩৭। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

বিশকেক শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০২:৩৮
Share:

চলছে উদ্ধারকাজ। ছবি: এপি।

কুয়াশার মধ্যে অবতরণ করতে গিয়ে কিরঘিজস্তানের দাচা সু গ্রামে আছড়ে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটাল তুরস্কের একটি পণ্যবাহী বিমান। চার পাইলট-সহ মৃতের সংখ্যা অন্তত ৩৭। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

সূত্রের খবর, সোমবার সকালে হংকং থেকে ইস্তানবুল যাচ্ছিল তুরস্কের এটিসি এয়ারলাইন্সের একটি পণ্যবাহী বিমান। তার আগে কিরঘিজস্তানের রাজধানী বিশকেকে মানস বিমানবন্দরে দাঁড়ানোর কথা ছিল। আর তা করতে গিয়েই বিপত্তি ঘটে। ঘড়িতে তখন স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা। চার দিকে ঘন কুয়াশায় মোড়া। মানস বিমানবন্দরের কাছেই ছোট্ট গ্রাম দাচা-সু তখনও ঘুম থেকে ওঠেনি। হঠাৎ প্রচণ্ড শব্দে ওই গ্রামেই আছড়ে পড়ে বিমানটি। মুহূর্তে কালো ধোঁয়া আর পোড়া গন্ধে ভরে ওঠে চার দিক। ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে ভেবে দৌঁড়ে কেউ কেউ বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। কেউ কেউ আবার সেই সময়টুকুও পাননি। ঘুমের মধ্যেই বাড়ির ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে গিয়েছেন। খবর পেয়েই উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সরকারি ভাবে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৩৭ জনের দেহ মিলেছে। তার মধ্যে রয়েছে বিমানের চার পাইলটের ৩ জনের দেহও। আর এক জনের দেহ এখনও পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেশের জরুরি পরিষেবা দফতরের মুখপাত্র বলেন, ‘‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন