Bush Fire

দগ্ধ শহর, রাস্তায় পোড়া গাড়ি

নগর যখন পুড়ছে, শহরের কেন্দ্রের সেই মহীরুহও দগ্ধ হল আগুনে। ঝলসে গিয়েছে সব। রাস্তায় পোড়া গাড়ির লাইন, গন্তব্যের পথে আচমকাই চলে গিয়েছে আগুনের গ্রাসে।

Advertisement

সংবাদ সংস্থা

লাহাইনা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৩ ০৮:২৩
Share:

ভয়াবহ দাবানলে গত মঙ্গলবার থেকে বিধ্বস্ত মাউই। ছবি: রয়টার্স।

ভারত থেকে নিয়ে যাওয়া চারাগাছ দেড়শো বছরে প্রায় ষাট ফুট উঁচু হয়েছে। এক একরেরও বেশি জায়গা জুড়ে মাথার উপরে ডালপালা বিছিয়ে প্রখর সূর্যের থেকে আগলে রেখেছিল হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই কাউন্টির লাহাইনা শহরকে। নগর যখন পুড়ছে, শহরের কেন্দ্রের সেই মহীরুহও দগ্ধ হল আগুনে। ঝলসে গিয়েছে সব। রাস্তায় পোড়া গাড়ির লাইন, গন্তব্যের পথে আচমকাই চলে গিয়েছে আগুনের গ্রাসে। তারই ফাঁকে ছোটদের ছোট্ট ছোট্ট সাইকেল। তাপে দুমড়ে গিয়েছে। যেন ছারখার হয়ে যাওয়া একটা খেলনা নগর। হারিকেন ডোরার দমকা বাতাসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে গত মঙ্গলবার থেকে বিধ্বস্ত মাউই। সরকারি হিসাবে শুক্রবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৭ জনের। ছাই হাতড়াচ্ছে বহু বাস্তুহারা পরিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন