খালেদা জিয়া। — ফাইল চিত্র।
প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গেলেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রায় আধ ঘণ্টা ধরে তিনি খালেদার চিকিৎসার জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের কয়েক জন সদস্যের সঙ্গে কথা বলেন বলে বিএনপি সূত্র উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানাচ্ছে।
৮০ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। গত ১১ দিন ধরে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট)-এ চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার রাতে খালেদাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ় জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
হাসপাতাল সূত্রের খবর, খালেদার হৃদ্যন্ত্র, যকৃৎ, কিডনি এবং ফুসফুসে নানা ধরনের সমস্যা রয়েছে। সেই সব জটিলতা এখনও কাটেনি। বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ব্রিটেন থেকে ঢাকায় আনা রয়েছে। রয়েছেন আমেরিকার মাউন্ট সিনাই ও জনস হপকিনস এবং চিনের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। সূত্রের খবর, উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও তাঁর যা শারীরিক অবস্থা, তাতে অন্যত্র স্থানান্তরিত করা নিয়ে দ্বিধাগ্রস্ত চিকিৎসকেরা। তাই আপাতত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।