International News

এক ঘুষিতে ২ বছরের শিশুকে মেরে ফেললেন মায়ের প্রেমিক!

কেনাকাটা নিয়ে প্রেমিকের সঙ্গে ঝামেলার সূত্রপাত। আর তার জেরেই প্রেমিকার ২ বছরের ছেলেকে এক ঘুষিতে মেরে ফেললেন প্রেমিক! নিউ জার্সির ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ১২:৪৩
Share:

মৃত সেই শিশু।

কেনাকাটা নিয়ে প্রেমিকের সঙ্গে ঝামেলার সূত্রপাত। আর তার জেরেই প্রেমিকার ২ বছরের ছেলেকে এক ঘুষিতে মেরে ফেললেন প্রেমিক!

Advertisement

নিউ জার্সির ঘটনা।

ঠিক কী হয়েছিল?

Advertisement

পুলিশ জানিয়েছে, মায়ের সঙ্গে তাঁর প্রেমিকের ঝামেলা দেখে কাঁদতে শুরু করেছিল ২ বছরের জ্যামিল বাস্কারভিল জুনিয়র। সেটা সহ্য করতে পারেননি অভিযুক্ত জ্যাকারি ত্রিকোচে। ছোট্ট শিশুটিকে মাথার উপর হাত তুলতে বলেন তিনি। তার পরই আচমকা সজোরে পেটে ঘুষি মারেন। জ্যামিল ছিটকে দেওয়ালে গিয়ে পড়ে। তার মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় সে।

শিশুটির এই অবস্থা দেখে ৯১১-য় ফোন করে তার মা। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের কাছে ওই মহিলা তাঁর প্রেমিকের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি। উল্টে তিনি বলেছেন, তার ছেলে দুর্ঘটনার শিকার হওয়ার পর প্রেমিকই তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। তবে চিকিত্সকেরা পরীক্ষা করার পর জানিয়ে দেন, শিশুটির পেটে খুব জোরে আঘাত করা হয়েছে। যার জেরে তার লিভার ফেটে গিয়ে শরীরের ভিতরে রক্তক্ষরণ হয়ে মৃত্যু হয়েছে। গ্রেফতার করা হয়েছে মহিলার প্রেমিককে।

আরও খবর...

ফের বিস্ফোরণে কাঁপল ব্রাসেলস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement