China

বিশাল চিনা রকেটের ভাঙা টুকরো গিয়ে পড়েছে ভারত মহাসাগরে, জানাল চিন

ধ্বংসাবশেষ কোথায় গিয়ে পড়বে, তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছিল নিউ ইয়র্ক, মাদ্রিদ, চিলি, নিউজিল্যান্ড এমনকি ভারতেও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১১:৫৬
Share:

হাইনান দ্বীপে উৎক্ষেপণের মুহূর্তে চিনা রকেট ৫বি। ছবি—রয়টার্স।

চিনের বৃহত্তম রকেটের ধ্বংসাবশেষ এসে পড়ল ভারত মহাসাগরে। লক্ষদ্বীপের সামান্য পশ্চিমে।

Advertisement

এই রকেটের প্রথম পরীক্ষার শিকার হয়েছিল আইভরি কোস্ট। চিনা রকেটের ধ্বংসাবশেষ সেখানে অজস্র বাড়ি এবং বহুতলের ক্ষতি করেছিল। এ বারও তাই চিনা রকেটের ধ্বংসাবশেষ কোথায় গিয়ে পড়বে, তা নিয়ে আতঙ্ক ছিল নিউ ইয়র্ক, মাদ্রিদ, চিলি, নিউজিল্যান্ড এমনকি ভারতেও। রবিবার ভারতীয় সময় সকাল ৮টা নাগাদ চিনা রকেটের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে ভারত মহাসাগরে। চিন অবশ্য জানিয়েছে, ধ্বংসাবশেষের বেশির ভাগটাই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে।

চিনের বৃহত্তম রকেট ৫বি-র দ্বিতীয় উৎক্ষেপণ ছিল এটি। গত ২৯ এপ্রিল চিনের হাইনান দ্বীপ থেকে আকাশে পাড়ি দিয়েছিল ৫বি। তার পর থেকেই চিন্তা বাড়তে শুরু করে এই রকেটের কক্ষপথের আওতায় থাকা দেশগুলির। রকেটটি চিনের নিয়ন্ত্রণে নেই বলেও অভিযোগ করে তারা।

Advertisement

গত বছর মে মাসে এই রকেটের প্রথম উৎক্ষেপণের পর ৫বি-র ধ্বংসাবশেষ গিয়ে পড়েছিল পশ্চিম আফ্রিকার দক্ষিণ উপকূলের দেশ আইভরি কোস্টে। ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু ঘরবাড়ি। যদিও কেউ জখম হননি সেই ঘটনায়। তবে ২৯ এপ্রিলের পর ভয়ে কাঁটা হয়ে ছিল ভারত-সহ বেশ কয়েকটি দেশ। রবিবার সেই জল্পনার অবসান হল।

এ দিকে চিনের ওই বিশাল রকেটের ভাঙা টুকরো ভারত মহাসাগরে পড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন