International News

পাকিস্তানের জন্য অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করছে চিন!

পাক সরকারের সঙ্গে একটি দ্বিপাক্ষিক অস্ত্র চুক্তির অনুসারেএ ধরনের চারটি যুদ্ধজাহাজতৈরি করবে চিন। ইতিমধ্যেই প্রথম যুদ্ধজাহাজ তৈরির কাজ শুরু করেছে শি চিনফিং সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ১৮:২১
Share:

পাকিস্তানের জন্য চারটি যুদ্ধজাহাজ তৈরি করবে চিন। ছবি: সংগৃহীত।

‘মিত্রদেশ’ পাকিস্তানের জন্য উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজ তৈরি করছে চিন। চিনের দাবি, ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই পদক্ষেপ করেছে তারা।

Advertisement

পাক সরকারের সঙ্গে একটি দ্বিপাক্ষিক অস্ত্র চুক্তির অনুসারে এ ধরনের চারটি যুদ্ধজাহাজ তৈরি করবে চিন। ইতিমধ্যেই প্রথম যুদ্ধজাহাজ তৈরির কাজ শুরু করেছে শি চিনফিং সরকার।

চিনের একটি দৈনিক সংবাদপত্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই যুদ্ধজাহাজগুলি তৈরির বরাত পেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন (সিএসএসসি)। সংস্থার দাবি, অত্যাধুনিক ওই যুদ্ধজাহাজগুলি অন্য সাবমেরিন, জাহাজ বা বিমানে হানাদারি রুখতে সক্ষম। চিনের নৌসেনাবাহিনীর কাছে এ ধরনের যুদ্ধজাহাজ আগেই মজুত রয়েছে। সেই আদলেই ওই চারটি জাহাজ তৈরি করা হচ্ছে বলেও ওই রিপোর্টে প্রকাশ।

Advertisement

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

আরও পড়ুন: ‘সন্তানকে যেন সারা জীবনের সঞ্চয় না দেন কোনও বাবা-মা’, আক্ষেপ প্রাক্তন রেমন্ডকর্তার​

তবে যুদ্ধজাহাজগুলি ঠিক কী ধরনের তা নিয়ে খোলসা না করলেও সিএসএসসি জানিয়েছে, সাংহায়ের হুডং-ঝংহুয়া শিপইয়ার্ডে এর কাজ চলছে।

আরও পড়ুন: নিষেধ চাপালে ‘অন্য পথ’, আমেরিকাকে হুমকি কিমের

পাকিস্তানের সংবাদমাধ্যমে যুদ্ধজাহাজ সংক্রান্ত বিষয়টি এর আগেই স্বীকার করেছিল সে দেশের নৌসেনা। পাক সংবাদমাধ্যমের দাবি, ভবিষ্যতে সমস্ত ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রযুক্তিগত দিক দিয়ে অত্যাধুনিক এই জাহাজগুলি নৌসেনার কাজে আসবে। সেই সঙ্গে ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখার পাশাপাশি সেখানে শক্তির ভারসাম্য রক্ষা করতেও তা সহায়ক হবে। সিএসএসসি-র দাবি, এই উদ্যোগ আন্তর্জাতিক জাহাজগুলির গতিবিধির উপর নজরদারি এবং জলসীমা রক্ষায় সহায়ক হবে।

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন