মোট ৩১টি আঙুল নিয়ে জন্মাল শিশু!

হাত-পা মিলিয়ে মোট ৩১টি আঙুল নিয়ে জন্মাল এক শিশু। কয়েক মাস আগের এই ঘটনা ঘটেছে চিনের বেজিংয়ে। জানা গিয়েছে, গত জানুয়ারিতে জন্মানো এই শিশুটির নাম হং হং। চিকিত্সকেরা জানিয়েছেন, ডাক্তারি পরিভাষায় একে বলে পলি ড্যাকটিলিজম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০১৬ ১৭:১৪
Share:

ডাক্তারি পরিভাষায় একে বলে পলি ড্যাকটিলিজম। ছবি: ফেসবুকের সৌজন্যে।

হাত-পা মিলিয়ে মোট ৩১টি আঙুল নিয়ে জন্মাল এক শিশু। কয়েক মাস আগের এই ঘটনা ঘটেছে চিনের বেজিংয়ে। জানা গিয়েছে, গত জানুয়ারিতে জন্মানো এই শিশুটির নাম হং হং। চিকিত্সকেরা জানিয়েছেন, ডাক্তারি পরিভাষায় একে বলে পলি ড্যাকটিলিজম। মানুষ, কুকুর এবং বিড়ালের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। চিলড্রেন হেলথকেয়ার অফ আটলান্টার তরফে জানানো হয়েছে, প্রতি ১০০০ জনের মধ্যে এক জনের ক্ষেত্রে এই বিরল ঘটনা ঘটে। হং হংয়ের মায়েরও এই সমস্যা রয়েছে। তাঁর হাত এবং পায়ে ছ’টি করে আঙুল। কিন্তু অস্ত্রোপচারের মাধ্যমে হং স্বাভাবিক জীবন পেতে পারে। আর এতে আনুমানিক ৩০ হাজার ডলার খরচ পড়বে। আপাতত এই বিপুল পরিমাণ অর্থ জোগাড়ের চেষ্টা করছেন চিনের এই নিম্নবিত্ত পরিবারটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement