COVID-19

জানুয়ারিতে শীর্ষে পৌঁছবে সংক্রমণের হার, কোভিড নিয়ে নতুন আশঙ্কা চিনের শহরগুলিতে

সম্প্রতি চিনে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। সে দেশের স্বাস্থ্য কমিশনের রিপোর্ট অনুযায়ী, জানুয়ারিতে চিনের বড় শহরগুলিতে কোভিড সংক্রমণ শিখর ছোঁবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৪:৩৮
Share:

কোভিড সংক্রমণে আরও খারাপ দিন আসতে চলেছে চিনে? ফাইল চিত্র।

কোভিডের নয়া প্রতিরূপ বিএফ.৭-এর ধাক্কায় কার্যত বেসামাল চিন। সম্প্রতি সে দেশে প্রতি দিন প্রায় সাড়ে তিন কোটি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের রিপোর্টেই এই কথা জানানো হয়েছে। কিন্তু এ বার নতুন আশঙ্কার কথা জানাল কমিশন। তাদের রিপোর্ট অনুযায়ী, জানুয়ারির মাঝামাঝি সময়ে চিনের বড় শহরগুলিতে কোভিড সংক্রমণ শিখর ছুঁতে পারে।

Advertisement

চিনের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ঝেজিয়াং প্রদেশেই প্রতি দিন দশ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন। চিনের ‘আইফোন’ শহর বলে পরিচিত জেংঝাউ শহরেও সংক্রমণের হার গত দু’সপ্তাহের তুলনায় সর্বোচ্চ বলে জানা গিয়েছে। চিনের আশি শতাংশ অঞ্চলেই কোভিড ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কমিশন।

সম্প্রতি চিন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, প্রতি দিন সে দেশে কত জন কোভিডে আক্রান্ত হচ্ছেন, তা আর জানানো হবে না। চিন প্রকৃত সত্য লুকোতে চাইছে বলে অভিযোগ করেছে পশ্চিমি মিডিয়ার একাংশ। এই তথ্য প্রকাশ্যে না আসার কারণে কোভিড পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা সে দেশেরই চিকিৎসকদের একাংশের। সংক্রমণের রেখচিত্র পর্যালোচনা করে স্বাস্থ্য কমিশনের আশঙ্কা, জানুয়ারির মধ্যভাগে চিনের শহরে সব চেয়ে বেশি মানুষ কোভিডে আক্রান্ত হবেন। তারপর আস্তে আস্তে কমবে সংক্রমণের হার। তবে গ্রামে সংক্রমণের হার নিম্নমুখী হতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে ওই কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement