China

পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ দেখাল চিনা সংবাদমাধ্যম

চিনের আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল ‘চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক’-এই দেখানো হয় এই ছবি। সেখানে পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়নি, এই অঞ্চলকে ভারতের অংশ হিসেবেই দেখায় এই চিনা সংবাদমাধ্যম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৮ ১৬:০০
Share:

এই ছবিই দেখানো হয় চিনা সরকারি টেলিভিশন চ্যানেলে। ছবি: টুইটারের সৌজন্যে পাওয়া।

পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের জম্মু ও কাশ্মীর অঙ্গরাজ্যের অংশ হিসেবে দেখাল চিন সরকার নিয়ন্ত্রিত একটি টেলিভিশন চ্যানেল। ২৩ নভেম্বর এই টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছিল পাকিস্তানের করাচিতে চিনা দূতাবাসে হামলার ঘটনা। সেই খবর সম্প্রচারের সময় এই অঞ্চলের যে ম্যাপ দেখানো হয়, সেখানেই পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখায় সরকার নিয়ন্ত্রিত এই সংবাদ মাধ্যম।

Advertisement

চিনের আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল ‘চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক’-এই দেখানো হয় এই ছবি। সেখানে পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়নি, এই অঞ্চলকে ভারতের অংশ হিসেবেই দেখায় এই চিনা সংবাদমাধ্যম।

চিনের সরকারি চ্যানেলে এই ছবি দেখানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, ভারতের দীর্ঘদিনের আপত্তি সত্ত্বেও চিন বরাবর পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে মনে করে এসেছে।

Advertisement

আরও পড়ুন: কাশ্মীরে কাজ না দিয়ে বসিয়ে রাখা হয়েছে ৮০ জন কম্যান্ডোকে!

যদিও ঠিক কী কারণে এই ছবি দেখাল চিন, তা নিয়ে সন্দিহান অনেকেই। কারও মনে এটা নিছক ভুল। কেউ আবার বলছেন, ভারত ও পাকিস্তান নিয়ে নিজেদের অবস্থানে বদল আনছে চিন। সেই কারণেই পাক অধিকৃত কাশ্মীরকে দেখানো হচ্ছে ভারতের অংশ হিসেবে। যদিও সেক্ষেত্রে পাকিস্তানের দিক থেকে কড়া প্রতিক্রিয়া পেতে চিন। সেই প্রভাব পড়তে পারে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের ওপর। পাক অধিকৃত কাশ্মীরের ওপর দিয়েই যাচ্ছে এই করিডরের একটি অংশ। ভারতের মত না নিয়ে এই অঞ্চলের ওপর দিয়ে চিন ও পাকিস্তান রাস্তা এবং রেলপথ বানানোয় দীর্ঘদিন ধরেই আপত্তি জানাচ্ছে নয়াদিল্লি। এখন গোটা অঞ্চলটিকে ভারতের অংশ হিসেবে দেখালে নিশ্চিত ভাবেই বিপাকে পড়বে পাকিস্তান। সে ক্ষেত্রে অনিশ্চিত হয়ে পড়তে পারে এই অর্থনৈতিক করিডরের ভবিষ্যতও।

আরও পড়ুন: ‘এনকাউন্টার’-এ নিহত সাংবাদিক শুজাত বুখারি হত্যাকাণ্ডের মূল পাণ্ডা নাভেদ জাট

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন