International

বিশ্বের বৃহত্তম উভচর বিমান ওড়াল চিন

বিশ্বের বৃহত্তম উভচর বিমানটি প্রথম বারের জন্য ওড়াল চিন। দক্ষিণ চিনের ঝুহাই শহরে শনিবার বিমানটির পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে। বিমানটি মাটিতে তো বটেই, নামতে পারবে জলেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ১৮:৪৮
Share:

এই সেই উভচর বিমান।

বিশ্বের বৃহত্তম উভচর বিমানটি প্রথম বারের জন্য ওড়াল চিন। দক্ষিণ চিনের ঝুহাই শহরে শনিবার বিমানটির পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে। বিমানটি মাটিতে তো বটেই, নামতে পারবে জলেও।

Advertisement

৩৭ মিটার লম্বা বিমানটির একটি ডানার দৈর্ঘ্য ৩৮.৮ মিটার। সর্বাধিক সাড়ে ৫৩ টন ওজন নিয়ে বিমানটি উড়তে পারে আকাশে।

সমুদ্রে নিখোঁজদের সন্ধান, দাবানলের রোখার লড়াই, সামুদ্রিক পরিবেশের ওপর নজরদারির জন্যই ওই বিমানটিকে ব্যবহার করা হবে বলে চিনের সরকারি সংবাদমাধ্যম ‘জিনহুয়া’ জানিয়েছে।

Advertisement

আরও পড়ুন- মেয়েদের মোবাইল নয়, অভিভাবকদের পরামর্শ দুই বিজেপি নেতার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement