অনুরাগীর হাতেই কি খুন গায়িকা

ক্রিশ্চিয়ানা গ্রিমির মৃত্যুরহস্যের এখনও কিনারা করতে পারল না অরল্যান্ডো পুলিশ। তবে আজ আততায়ীর পরিচয় জানা গিয়েছে। সন্দেহ, ক্রিশ্চিয়ানার ভক্ত ছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ০৯:১২
Share:

ক্রিশ্চিয়ানা গ্রিমির মৃত্যুরহস্যের এখনও কিনারা করতে পারল না অরল্যান্ডো পুলিশ। তবে আজ আততায়ীর পরিচয় জানা গিয়েছে। সন্দেহ, ক্রিশ্চিয়ানার ভক্ত ছিলেন তিনি।

Advertisement

ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ শহরে থাকতেন ২৬ বছরের কেভিন জেমস লোবিল। পুলিশের অনুমান, তিনিই শুক্রবার সেন্ট পিটার্সবার্গ থেকে অরল্যান্ডোতে আসেন। খুব সম্ভবত ক্রিশ্চিয়ানাকে আক্রমণ করার পর আবার নিজের শহরেই ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল কেভিনের। কিন্তু শেষমেশ ঘটনাস্থলে ক্রিশ্চিয়ানার ভাইয়ের সঙ্গে ধস্তাধস্তি হওয়ায় সেখানেই নিজের বন্দুকের গুলিতে মারা যান কেভিন।

প্রশ্ন উঠেছিল, অনুষ্ঠানস্থলে কী ভাবে বন্দুক নিয়ে ঢুকেছিলেন আততায়ী। পুলিশ জানায়, নিরাপত্তারক্ষীরা সেখানে ছিলেন। কিন্তু তাঁদের কাছে অস্ত্র ছিল না। এমনকী সেখানে মেটাল ডিটেকটরও ছিল না। তাই ব্যাগের মধ্যে পুরে বন্দুক নিয়ে হলে ঢোকা সমস্যাই ছিল না।

Advertisement

পুলিশের অনুমান, ক্রিশ্চিয়ানার এক অন্ধ ছিলেন কেভিন। ঠিক যেমন জন লেননকে হত্যা করেছিলেন তাঁর এক ভক্ত মার্ক ডেভিড চাপম্যান, হয়তো এ ক্ষেত্রেও কেভিনের খেপামি এমন পর্যায় পৌঁছে গিয়েছিল যে তিনি ক্রিশ্চিয়ানাকে হত্যার ছক কষেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement