চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দল পড়ুয়ার সংঘর্ষ, ছুরিকাহত হয়ে মৃত এক পড়ুয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দল পড়ুয়ার মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাহত হয়ে মারা গেলেন এক ছাত্র। মঙ্গলবার স্থানীয় সময় বেলা একটা নাগাদ বিশ্ববিদ্যালয় চত্ত্বরেই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর পড়ুয়ারা আরও ক্ষেপে ওঠে। প্রথমে শহরের প্রবর্তক মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ১৭:৫৯
Share:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দল পড়ুয়ার মধ্যে সংঘর্ষের সময় ছুরিকাহত হয়ে মারা গেলেন এক ছাত্র। মঙ্গলবার স্থানীয় সময় বেলা একটা নাগাদ বিশ্ববিদ্যালয় চত্ত্বরেই মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর পড়ুয়ারা আরও ক্ষেপে ওঠে। প্রথমে শহরের প্রবর্তক মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। তারপর ভাঙচুর চালানো হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও ভাঙচুর চালানো হয়।

Advertisement

চকবাজার থানা ওসি জানিয়েছেন, ‘‘একটি ফেয়ারওয়েল অনুষ্ঠানকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়র ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময়েই ছুরিকাহত হন বেশ কিছু ছাত্র।’’ আহতদেক তড়িঘড়ি চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর সেখানেই একজনের মৃত্যু হয়। মৃতের নাম সোহেল। সে বিশ্ববিদ্যালয়ের এমবিএ-এর ছাত্র।

প্রর্বতক মোড়ে অবরোধ পুলিশ তুলে দিলে দেওয়ার পর পড়ুয়ারা কয়েকটি দোকানে ভাঙচুরও চালায়।

Advertisement

আরও পড়ুন-প্রথম পরীক্ষায় পাশ, বাংলাদেশে গণতন্ত্রের দ্বিতীয় পরীক্ষা বৃহস্পতিবার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement