ইমেল দুর্নীতি নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আঙুল তুলছেন ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের দিকে। নর্থ ক্যারোলাইনায় তিনি বলছেন, প্রেসিডেন্ট পদে লড়াই করার যোগ্যতা নেই হিলারির। অন্য দিকে ফ্লোরিডার টাম্পায় এক সভায় হিলারি বলেছেন, ট্রাম্প আমেরিকার প্রবীণ সেনা অফিসারদের অবমাননা করছেন এবং বিশ্ব জুড়ে লড়াইয়ের যে পরিকল্পনা করছেন তাতে আমেরিকার জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত থাকবে না। বুধবার রাতে এক মঞ্চে জাতীয় নিরাপত্তা নিয়েই পর পর বক্তব্য রাখবেন দু’জনে। তার পর ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্কে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী প্রথম বিতর্কে অংশ নেবেন। বুধবারের বাগযুদ্ধ ওই বিতর্কেরই প্রস্তুতি।