ডায়ানা-টেপ সম্প্রচার ঠেকাতে চান ঘনিষ্ঠরা

এক ব্রিটিশ দৈনিক ইতিমধ্যেই ওই টেপের যে অংশবিশেষ প্রকাশ করেছে তাতে রয়েছে দেহরক্ষী ব্যারি ম্যান্নাকির সঙ্গে ডায়ানার প্রেমের সম্পর্কের কথা। ক্যামিলা পার্কার আর যুবরাজ চার্লসের প্রেম নিয়ে রাজদম্পতির মধ্যে যে কথা হয়েছিল, ডায়ানার মুখে উঠে এসেছে।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ১১:৩০
Share:

ছবি: এএফপি।

নিজের দেহরক্ষীর সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলেন যুবরানি ডায়ানা! তাঁর ব্যক্তিগত একটি ভিডিও রেকর্ডিং থেকে সেই তথ্যই মিলেছে। ১৯৯২-৯৩ সালে কেনসিংটন প্যালেসে ডায়ানার কণ্ঠ প্রশিক্ষক (ভয়েস কোচ) পিটার সেটেলেনের সঙ্গে কথোপকথনের সময়ে এই তথ্য রেকর্ড হয়েছিল। আগামী সপ্তাহে একটি ব্রিটিশ চ্যানেলে সেটি প্রথম সম্প্রচার করা হবে। আর তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। আগামী সপ্তাহে এই রেকর্ডিং সম্প্রচার না করার অনুরোধ জানিয়েছেন ডায়ানার এক বন্ধু ও ভাই আর্ল স্পেনসার। তাঁর মতে, এটা ব্রিটিশ রাজকুমার উইলিয়াম এবং হ্যারির পক্ষে সুখপ্রদ হবে না।’’

Advertisement

এক ব্রিটিশ দৈনিক ইতিমধ্যেই ওই টেপের যে অংশবিশেষ প্রকাশ করেছে তাতে রয়েছে দেহরক্ষী ব্যারি ম্যান্নাকির সঙ্গে ডায়ানার প্রেমের সম্পর্কের কথা। ক্যামিলা পার্কার আর যুবরাজ চার্লসের প্রেম নিয়ে রাজদম্পতির মধ্যে যে কথা হয়েছিল, ডায়ানার মুখে উঠে এসেছে। ডায়ানা বলেছিলেন, ‘‘২৪-২৫ বছর বয়স তখন আমার। গভীর প্রেমে পড়েছিলাম। সব ছেড়ে চলে যাব ভেবে খুশি ছিলাম। ব্যারিও বলত, এটা দারুণ ভাবনা।’’ প্রিন্সেস অব ওয়েলস-এর স্বীকারোক্তি, ‘‘মনে হতো, কেউ একটা বলুক, আমি ঠিক আছি। কারণ আমি এই ঘরটায় (কেনসিংটন প্যালেসে) চিৎকার করতাম। ব্যারি আমাকে মানসিক দিক থেকে বাইরে নিয়ে যেতে সাহায্য করেছিল।’’ যদিও ব্যারির সঙ্গে কোনও যৌন সম্পর্কের কথা অস্বীকার করেছেন ডায়ানা। জানিয়েছেন, তাঁদের এই প্রেম জানাজানি হতে বেশি সময় লাগেনি, ‘‘ওঁকে বার করে দেওয়া হয়। মোটরবাইক দুর্ঘটনায় মারা যায় ব্যারি। সেটা বিরাট ধাক্কা। অসম্ভব ভাল বন্ধু ছিল ও।’’ এই রেকর্ডিংয়ে উঠে এসেছে যুবরাজ চার্লসের উদাসীনতার কথাও। চার্লস নাকি ডায়ানাকে বলেছিলেন, ‘‘এমন প্রিন্স অব ওয়েলস হতে রাজি নই, যাঁর এক জনও রক্ষিতা নেই!’’

শাশুড়ি রানি দ্বিতীয় এলিজাবেথের কাছেও স্বস্তি পাননি যুহরানি। তিনি নাকি বলেন, ‘‘আমি জানি না তুমি কী করবে। চার্লসের ভূমিকা হতাশাজনক।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন