টাকার বদলে নারকেল দিলেই পড়া যাবে বালির এই কলেজে

অর্থের বদলে ফি বাবদ নারকেল দিলেও পড়াশোনা করা যাবে ওই কলেজে।

Advertisement

সংবাদ সংস্থা

বালি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ১৩:১৪
Share:

প্রতীকী ছবি।

কলেজে ভর্তি হবেন। কিন্তু টিউশন ফি দেওয়ার সামর্থ্য নেই। এ রকম অর্থনৈতিক অনটনে থাকা ছাত্রছাত্রীদের জন্য অভিনব উপায় বের করল ইন্দোনেশিয়ার বালির একটি কলেজ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, অর্থের বদলে ফি বাবদ নারকেল দিলেও পড়াশোনা করা যাবে ওই কলেজে।

Advertisement

বালির ওই কলেজের নাম দ্য ভেনাস ওয়ান ট্যুরিজম অ্যাকাডেমি। এখানে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো হয়। করোনাভাইরাসের প্রকোপ এবং তার জেরে লকডাউনের জেরে আর্থিক সমস্যায় পড়েছেন সে দেশের বহ মানুষ। লকডাউনের পর থেকে সে কলেজের অনেক ছাত্রই টিউশন ফি দিতে পারেননি। সে জন্যই ‘ফি’ হিসাবে নারকেলের কথা ঘোষণা করেছেন কলেজ কর্তৃপক্ষ।

ওই কলেজের আধিকারিক আয়ান পাসেক আদি পুত্রা এ ব্যাপারে সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “ইনস্টলমেন্টে ফি দেওয়ার বিষয়টি আমরা আগেই চালু করেছি। বর্তমান পরিস্থিতিতে আমরা আরও নমনীয় হয়েছি। আমরা নারকেল তেল তৈরি করি। তাই কোনও ছাত্র ফি দিতে না পারলে, তার বদলে নারকেল দিলেই হবে।’’

Advertisement

আরও পড়ুন: লাইভ: হোয়াইট হাউসের দৌড়ে সমানে টক্কর ট্রাম্প-বাইডেনের

আরও পড়ুন: অরুণাচল সীমান্ত পর্যন্ত রেল প্রকল্প ঘোষণা চিনের, নজর রাখছে দিল্লি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন